আরও পড়ুন: অনুমতি ছাড়াই স্কুলে বিয়ের অনুষ্ঠান, পড়ুয়াদের দিয়ে উচ্ছিষ্ট পরিষ্কার করালেন প্রধান শিক্ষক!
বাঁকুড়ার থেকে পুরুলিয়ার টেরাকোটার কাজ অনেকটা অন্যরকম। এখানকার টেরাকোটা শিল্প মডার্ন আর্টের উপর তৈরি হচ্ছে। এই টেরাকোটার অভিনবত্ব হল হিউম্যান ফিগারের উপর এর শিল্পকলা প্রদর্শিত হয়। পুরুলিয়ার শিল্পী ভাস্কর ঘোষ গত তিন বছর ধরে এই অভিনব টেরাকোটা শিল্পের কাজ করছেন শহর পুরুলিয়ায়। এবার তিনি ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করে তাক লাগিয়ে দিলেন শহরবাসীদের।
advertisement
শনি ও রবিবার দু-দিনব্যাপী একটি ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ হয় টেরাকোটা শিল্পের উপর। এখানে দেশ-বিদেশ ও ভিন জেলা থেকে বহু শিল্পী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে অনেকেই টেরাকোটা শিল্পের প্রদর্শনীতে অংশগ্রহণ করতে প্রথমবার লাল মাটির এই জেলায় পা রেখেছিলেন। এই বিষয়ে শিল্পী ভাস্কর ঘোষ বলেন, এটা তাঁর তৃতীয় ওয়ার্কশপ। এই বছর ওয়ার্কশপের বিশেষত্ব হল, দেশ-বিদেশ থেকে শিল্পীরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই কর্মশালয় অংশ নেওয়া এক ভিনদেশী শিল্পী বলেন, টেরাকোটার ওয়ার্কশপের জন্য প্রথম ভারতে আসা। এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পেরে ভীষণই ভাল লাগছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি