আরও পড়ুন: শ্রীরামপুর ইএসআই-কে মেডিকেল কলেজ করতে চায় রাজ্য
আর্থিক সংকটের কারন দেখিয়ে ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি রিষড়ার ওয়েলিংটন জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোর্টিশ ঝুলিয়ে দিয়েছিল মালিকপক্ষ। এবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে মিল কর্তৃপক্ষ, শ্রম দফতরের আধিকারিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে আগামী ৫ মার্চ থেকে আবারও কাজ শুরু হবে ওয়েলিংটন জুটমিলে। প্রথমে রক্ষণাবেক্ষণ বিভাগের শ্রমিকরা কাজে যোগ দেবেন । পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রমিকরাও কাজে যোগ দেবেন বলে বইটা খেয়ে সিদ্ধান্ত হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে ওয়েলিংটন জুটমিলের এক শ্রমিক জানান, তাঁদের এখানে ১৬৮৬ জন শ্রমিক কাজ করেন। মিল বন্ধ থাকায় গত তিন বছর ধরে প্রতিটি পরিবার বহু কষ্ট সহ্য করে দিন কাটিয়েছে। মিল খুললে তাঁরা আবার কাজ পাবেন, তাই এলাকার সকলে খুশি। এই সিদ্ধান্তে খুশি মিলে আশেপাশের এলাকার দোকানদাররাও। তাঁদেরও ব্যবসা গত তিন বছর ধরে তেমন একটা হয়নি। মিল খুললে তাঁদেরও হাল ফিরবে বলে মনে করা হচ্ছে। সিআইটিইউ নেতা সুমঙ্গল সিং জানান, প্রথমে দৈনিক ৩০ টন উৎপান হবে। পরে ধাপে ধাপে তা বেড়ে ১০০ টনে হবে।
রাহী হালদার