Bengali News: শ্রীরামপুর ইএসআই-কে মেডিকেল কলেজ করতে চায় রাজ্য
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
শ্রীরামপুর ইএসআই হাসপাতালে আধুনিক মানের ওটি, আইসিইউ, এইচডিইউ পরিষেবা চালু হয়েছে। উন্নতমানের রান্নাঘর, কনফারেন্স রুম'ও চালু হল এবার
হুগলি: শ্রীরামপুর ইএসআই হাসপাতালের জমিতে মেডিকেল কলেজ করার প্রস্তাব। ইএসআই রিজিওনাল বোর্ডে এই প্রস্তাব পেশ করা হবে জানালেন শ্রমমন্ত্রী ময়ল ঘটক। ইএসআই পরিষেবায় গোটা দেশের মধ্যে বাংলা সবচেয়ে এগিয়ে বলে দাবি করেন তিনি।
শ্রীরামপুর ইএসআই হাসপাতালে আধুনিক মানের ওটি, আইসিইউ, এইচডিইউ পরিষেবা চালু হয়েছে। উন্নতমানের রান্নাঘর, কনফারেন্স রুমের উদ্বোধনও হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা সহ কাউন্সিলররা। বিধায়ক সুদীপ রায় বলেন, ইএসআই হাসপাতালে আরও উন্নত পরিষেবা পাওয়া যাবে। তার জন্য আধুনিক সব ব্যবস্থা করা হয়েছে। শ্রীরামপুর ইএসআই হাসপাতালে মেডিকেল কলেজ করার মত জায়গা রয়েছে, মন্ত্রী মহাশয় বিষয়টি দেখেছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যে যতগুলো এসআই হাসপাতাল আছে তার উন্নয়ন হয়েছে।আইসিইউ, এইচডিইউ থেকে আধুনিক ওটি হয়েছে।বেশ কিছু হাসপাতালে ডায়ালিসিস ইউনিট হয়েছে। অন্যান্য জায়গায় ক্যাথল্যাব করার প্রস্তাবও দিয়েছি।গত দুই বছর কেন্দ্রীয় সরকার থেকে কোনও পুরষ্কার ঘোষণা হয়নি। তার আগে সাত বছর গোটা দেশে সবচেয়ে ভাল ইএসআই পরিষেবা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুরস্কৃত হয়েছে। কখনও ২৫ কোটি, কখনও ৪০ কোটি আবার কখনও ৫০ কোটি টাকা করে আমরা পেয়েছি। মেডিকেল কলেজ করার জন্য চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায় একটা প্রস্তাব দিয়েছেন। ইএসআইয়ের একটা রিজিওনাল বোর্ড আছে, সেখানে এই প্রস্তাবের উপর ভিত্তি করে আবেদন জানানো হবে। উল্লেখ্য শ্রীরামপুরে জিটি রোডের পাশে অবস্থিত ইএসআই হাসপাতালের অনেকটা অব্যবহৃত জমি পড়ে আছে। অনেক কোয়ার্টার পরিত্যক্ত হয়ে আছে। সেই জায়গায় পরিকাঠামো উন্নত করে মেডিকেল কলেজের দাবি এলাকার মানুষের বহু দিনের।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 6:12 PM IST