আরও পড়ুন: শান্তিনিকেতনে একের পর এক গাছ কাটার নির্দেশ বিশ্বভারতীর! কিন্তু কেন?
নলকূপের জল না পেয়ে বিধৃত হয়ে পুকুরের জলে রান্না করছেন দক্ষিণ ২৪ পরগনার এইসব গ্রামের বাসিন্দারা। এদিকে পুকুরের জলও শুকোতে শুরু করেছে। চরম সমস্যায় পড়েছেন সুন্দরবনের নদী সংলগ্ন এলাকার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। পানীয়জল না পেয়ে রাগে ফুঁসছেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে এক গবেষক বলেন, জলের সঙ্কট সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিনের। এই সমস্যার কারণ মাটির ভূগর্ভে যে জল আছে তার মধ্যে ৫০ শতাংশ পানীয় জল হিসেবে, ৩০ শতাংশ চাষের কাজে এবং বাকি ২০ শতাংশ কল কারখানার কাজে ব্যবহৃত হয়। যার কারনে ক্রমশ শেষ হয়ে যাচ্ছে পানীয় জল। তিনি বলেন, এই সমস্যা দূর করতে হলে বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই পরিস্থিতিতে গ্রামের পরিবারগুলিকে জল আনতে গেলে প্রায় এক কিলোমিটার দূরে যেতে হচ্ছে। স্থানীয় গ্রামবাসীদের দাবি, চাষের জমিতে মিনি হাউস বসানোর কারণে এই সমস্যা এত প্রকট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সঙ্কটে পড়েছেন কৃষকরাও। কীভাবে গরমের সময় চাষ করবেন তা ভেবে পাচ্ছেন না।
সুমন সাহা