TRENDING:

Bengali News: বিশ্ব উষ্ণায়নের প্রভাবে শীতকালেও বাঁধ ভাঙছে সুন্দরবনে! ব-দ্বীপের অস্তিত্ব প্রশ্নের মুখে

Last Updated:

বেশ কয়েকবছর ধরে বিশেষজ্ঞরা সুন্দরবনের বিভিন্ন নদ-নদীর জলস্তর বৃদ্ধির আভাস দিচ্ছিলেন। সেই জলস্তর বৃদ্ধির হার কোনও কোনও জায়গায় ৮ মিলিমিটারেরও বেশি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: অনেকদিন ধরেই শোনা যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে সুন্দরবনের অস্তিত্ব। জলস্তর বৃদ্ধির ফলে এক সময় হারিয়ে যেতে পারে বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল। অসময়ে একের পর এক নদীবাঁধ ভাঙার ঘটনায় এই নিয়ে আশঙ্কা আরও বেড়েছে।
advertisement

আরও পড়ুন: স্মার্টফোন না থাকলে এক্স-রে হবে না! সরকারি হাসপাতালে আজব ‘বিধান’

বেশ কয়েকবছর ধরে বিশেষজ্ঞরা সুন্দরবনের বিভিন্ন নদ-নদীর জলস্তর বৃদ্ধির আভাস দিচ্ছিলেন। সেই জলস্তর বৃদ্ধির হার কোনও কোনও জায়গায় ৮ মিলিমিটারেরও বেশি। এই বৃদ্ধির হার যদি ২.৫ সেমিতে পৌঁছে যায় তাহলে জলের তলায় চলে যেতে পারে সুন্দরবনের বহু দ্বীপ। ব্রজবল্লভপুর, রাক্ষসখালি, জি-প্লট, ঘোড়ামারা, সাগর, মৌসুনি সহ একাধিক দ্বীপ জলমগ্ন হয়ে যাবে। সেই জল আর নামবে না, ফলে ভবিষ্যতে বাস্তবচ্যুত হতে হবে এখানকার লক্ষ লক্ষ মানুষকে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব যদি রোধ করা না যায় তাহলে আগামীতে ভয়াবহ দিনের সম্মুখীন হতে চলেছে গোটা সুন্দরবন, এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের।

advertisement

সেই আশঙ্কা সত্যি করে সম্প্রতি অসময়ে কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগর গ্রামের নদীবাঁধ ভেঙেছে। গাছপালা ও ইলেকট্রিকের পোস্ট সহ চাষজমি ধসের কবলে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বর্ষার সময় গোবদিয়া নদীর এই বাঁধটি ধসে গিয়েছিল। পরে মেরামত করা হয়। কিন্তু এবার বর্ষার বহু আগেই আবার ধস নামল।

View More

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সাধারণত এই সময় কোনওভাবেই নদীবাঁধ ভাঙার কথা নয়। আর সেইজন্যই সুন্দরবনের নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজিত পাত্র জানিয়েছেন, বিশেষজ্ঞদের রিপোর্টগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না। যার প্রভাব পড়ছে ধীরে ধীরে। দ্রুত কোনও পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও সমস্যা হবে বলে জানান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বিশ্ব উষ্ণায়নের প্রভাবে শীতকালেও বাঁধ ভাঙছে সুন্দরবনে! ব-দ্বীপের অস্তিত্ব প্রশ্নের মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল