TRENDING:

Bengali News: কী হাল গ্রন্থাগারের! ছেলেমেয়েরা কেন যায় না এই ছবি দেখলেই বুঝে যাবেন

Last Updated:

বহু গ্রন্থাগারের নানান দুষ্প্রাপ্য বই থাকলেও পর্যাপ্ত কর্মচারী না থাকায় বইয়ের রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। অবহেলায় পড়ে রয়েছে জ্ঞানের মন্দিরগুলি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বর্তমানে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের কর্মব্যস্ততা। তাই সাধারণ বইয়ের বদলে ই-বুকই সঙ্গী হয়েছে। তবে বইয়ের চাহিদা কোনভাবেই কমেনি জীবনে। আর রকমারি বইয়ের সম্ভার মেলে গ্রন্থাগারে বা লাইব্রেরিতে। তাই অনেকেই নিয়ম করে লাইব্রেরিতে বই পড়তে যান। কারণ গ্রন্থাগারে বহু দুষ্প্রাপ্য বইয়ের ভাণ্ডার রয়েছে। ‌কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বহু ক্ষেত্রেই দেখা যায় অনেক গ্রন্থাগার বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
advertisement

আরও পড়ুন: বিজেপির প্রধানের পাঠানো তালিকা কেটে অন্যকে নিয়োগ, শুভেন্দুর জেলায় জল প্রকল্পে তালা

বহু গ্রন্থাগারের নানান দুষ্প্রাপ্য বই থাকলেও পর্যাপ্ত কর্মচারী না থাকায় বইয়ের রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। অবহেলায় পড়ে রয়েছে জ্ঞানের মন্দিরগুলি। কোথাও আবার পাঠকের অভাবে এই জ্ঞান মন্দিরগুলি প্রায় শ্মশানের মতই নিস্তব্ধ। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার গ্রন্থাগারের চিত্রটাও খানিকটা একইরকম। সঠিক সময়ে খোলা হয় না রঘুনাথপুর মহকুমা গ্রন্থাগার। একজন মাত্র গ্রন্থাগারিকের উপর অতিরিক্ত দায়িত্ব পড়ার কারণে অনিয়মিতভাবে খোলা হয় এই গ্রন্থাগার। এর ফলে ধীরে ধীরে পাঠক শূন্য হয়ে যাচ্ছে রঘুনাথপুর মহকুমা গ্রন্থাগার।

advertisement

রাতের বেলায় গ্রন্থাগার চত্বরে চলে অসামাজিক কার্যকলাপ। ‌গ্রন্থাগারের বিল্ডিং-এর অবস্থাও একেবারেই কঙ্কালসার। যত্রতত্র খসে পড়ছে বিল্ডিংয়ের চাঙর। এই বিষয়ে পাঠকদের অভিযোগ, এক থেকে দু’ঘন্টার জন্য মাত্র খোলা হয় এই লাইব্রেরি। খোলার কোনও নির্দিষ্ট দিন নেই। কখনও সপ্তাহে তিন দিন খোলা হয়, আবার কখনও সারা সপ্তাহ বন্ধ পড়ে থাকে। চারিদিক অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে, নেই নতুন বইয়ের সংযোজন।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই বিষয়ে রঘুনাথপুর মহকুমার গ্রন্থাগারিক বলেন, পাঠকদের অভিযোগ একেবারেই অস্বীকার করা যায় না। এই লাইব্রেরিতে চারজন লাইব্রেরিয়ান প্রয়োজন। সেখানে সমস্ত দায়িত্ব তাঁর একার উপর দেওয়া হয়েছে। এরই পাশাপাশি অন্য একটি লাইব্রেরিরও দায়িত্ব দেওয়া রয়েছে। তাই তিনিও সমস্ত দিক সামলে উঠতে পারেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: কী হাল গ্রন্থাগারের! ছেলেমেয়েরা কেন যায় না এই ছবি দেখলেই বুঝে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল