আরও পড়ুন: হেলমেট না পরার চড়া মাশুল! উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হল না পরীক্ষার্থীর
পুলিশ সূত্রে জানা গেছে, পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া গ্রামে গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় কুকুর ও কুকুরের শাবকের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের দাবি, প্রায় ১৬ টি কুকুরের এভাবে মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের সন্দেহ, কেউ খাবারে বিষ দিয়ে মেরে ফেলছে কুকুরগুলিকে। প্রতি বছর এই সময় কুকুর ছানার জন্ম হয় ওই গ্রামে। বড় ছোটো মিলিয়ে ৩০ টি কুকুর ছিল। তাদের অনেকেরই মৃত্যু হয়েছে, কয়েকটি এখনও ধুঁকছে। গ্রামবাসীরা জানান, গত বছরও একইরকমভাবে কুকুরের মৃত্যু হয়েছিল। সন্দেহ, কেউ বিষ দিয়ে কুকুরগুলোকে মারছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যদিও কেউ কেন বিষ দিয়ে অবলা জীবদের এভাবে মেরে ফেলবে তা স্পস্ট নয়। মালতপাড়ার বাসিন্দা রাজা সাঁপুই ঘটনার তদন্ত চেয়ে পোলবা থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার পোলবা থানার ওসি নজরুল ইসলাম পুলিশ নিয়ে ওই গ্রামে যান।পোলবা-দাদপুর ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের দু’জন চিকিৎসক গিয়ে একটি মৃত কু্কুরের ময়নাতদন্ত করেন। পশু চিকিৎসক রাজু দাস বলেন, ভিসেরা পরীক্ষার জন্য কুকুরের কিডনি, লিভার, ফুসফুস, পাকস্থলি, চামড়ার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। উপসর্গ দেখে বোঝা যায়নি কী কারনে মৃত্যু হচ্ছে কুকুরগুলির। ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে।
রাহী হালদার