আরও পড়ুন: ১০ বছর পর মুছে গেল চোখের জল! লক্ষ্মীর প্রাপ্তি শুনলে আপনিও খুশি হবেন
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-২ ব্লকের মাজিদা পঞ্চায়েতের পশ্চিম আটপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির বেহাল অবস্থা প্রসঙ্গে এক অভিভাবক বলেন, এখানে কিছুই নেই। বাচ্চাদের খোলা আকাশের নিচে পড়তে হয়। বৃষ্টি হলে এই কেন্দ্র বন্ধ থাকে। খুবই সমস্যা হয় সকলের।
advertisement
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, খোলা আকাশের নীচে এমনভাবেই ক্লাস হচ্ছে বেশ কয়েক মাস ধরে। ভরা শীতে ঠান্ডার মধ্যে এইভাবেই ক্লাস করেছে পড়ুয়ারা। গতবছর বর্ষার সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল উড়ে যায়। তখন থেকেই এই অবস্থা। পাশাপাশি অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সপ্তাহে ছয়’দিনের বদলে মাত্র তিন দিন এখানে ক্লাস করান। অন্য তিন দিন ক্লাস নেন অপর আরেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্বভাবতই শিশুরা পড়াশোনা থেকেও বঞ্চিত হয়। আর যা নিয়ে অভিভাবকদের ক্ষোভ দীর্ঘদিনের। এই প্রসঙ্গে ওই অঙ্গনওয়াড়িকেন্দ্রের শিক্ষিকা বিতশ্রী মণ্ডলের দাবি, তাঁকে অফিস থেকে দুটি কেন্দ্রের চার্জ দেওয়া হয়েছে। তাই তিন দিন কমলনগর এবং তিন দিন পশ্চিম আটপাড়াতে ক্লাস করাতে হয়। পুরো বিষয়টি নিয়ে উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
বনোয়ারীলাল চৌধুরী