TRENDING:

Bengali News: শান্তিপুরে বিশ্বমানের চিত্র প্রদর্শনী

Last Updated:

প্রতি বছর বিশ্ব আলোকচিত্র দিবস পালন করা হয়।বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী তথা আলোকচিত্রী শান্তিপুরের বাসিন্দা ললিত মোহন সেনের ছবি নিয়ে প্রদর্শনী করেছে ও সিডি প্রকাশ করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: শান্তিপুরে ফোকাসের প্রদর্শনী এবার ২৬ তম বর্ষে পা রাখল। ১৯৯৬ সালে শিল্পধর্মী আলোকচিত্র চর্চার জন্য শান্তিপুরে গঠিত হয় ফটো ক্রিয়েটিভ ইউনিট অফ শান্তিপুর, সংক্ষেপে ফোকাস। সেই বছর থেকে বার্ষিক প্রদর্শনী হয়ে আসছে। মাঝে দু’বছর কোভিডের কারনে বন্ধ ছিল। শান্তিপুর রেলস্টেশন ও শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দুটি ফটো ডিসপ্লে বোর্ড স্থাপিত হয়। সেখানে নিয়মিত ছবি পরিবর্তন করা হয়।
advertisement

আরও পড়ুন: মাধ্যমিক, তাই ‘সাইলেন্ট’ ধর্নায় চাকরিপ্রার্থীরা

প্রতি বছর বিশ্ব আলোকচিত্র দিবস পালন করা হয়।বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী তথা আলোকচিত্রী শান্তিপুরের বাসিন্দা ললিত মোহন সেনের ছবি নিয়ে প্রদর্শনী করেছে ও সিডি প্রকাশ করেছে। সদস্যদের ছবি নিয়েও সিডি প্রকাশ করা হয়েছে। শুধু শিল্পধর্মী আলোকচিত্র চর্চাই নয়, মানুষের মধ্যে পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষে শান্তিপুর পুরসভা ও শান্তিপুর সায়েন্স ক্লাবের আমন্ত্রণে পরিবেশ দিবসে ও বিজ্ঞান মেলায় একাধিকবার ফটোগ্রাফি প্রদর্শনী আয়োজিত হয়েছে। লিখে বা বলে বোঝানোর চেয়ে ফটোগ্রাফির মাধ্যমে কোনও কিছু সহজেই বোঝানো যায়। তাই সমাজ সচেতনতায় ফটোগ্রাফের মাধ্যমে ফোকাস ভূমিকা নিয়ে থাকে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শান্তিপুর পুরসভার পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা, সমাজের প্রতিচ্ছবি, প্রতিবাদী চেতনা, স্বামীজি নেতাজি মিশন, ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ রানাঘাটের আমন্ত্রনমূলক প্রদর্শনীতে ফোকাস অংশগ্রহণ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বিভিন্ন স্তরের প্রচুর পরিমাণে মানুষজন এই প্রদর্শনী দেখতে এসেছিলেন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও দর্শক হিসেবে লক্ষ্য করা যায়।

advertisement

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: শান্তিপুরে বিশ্বমানের চিত্র প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল