TET Exam Qualified Candidates Protest: মাধ্যমিক, তাই 'সাইলেন্ট' ধর্নায় চাকরিপ্রার্থীরা

Last Updated:

বিকাশ ভবনের কাছাকাছি কোনও একটি জায়গায় তাঁদের ধর্না মঞ্চ করতে দেওয়া হোক, আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা এই জানালে তা খারিজ করে দেয় পুলিশ

সাইলেন্ট ধর্না
সাইলেন্ট ধর্না
উত্তর ২৪ পরগনা: রাজ পোহালেই শুরু এবারের মাধ্যমিক পরীক্ষা। তার আগে আদালতের অনুমতি নিয়ে সল্টলেকের করুণাময়ী বাস্ট্যান্ড লাগোয়া ভিডিওকন মাঠের সামনে ‘সাইলেন্ট ধর্নায়’ বসল প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরা।
আপার প্রাইমারি বা ২০১৭ ডিএল‌এড বঞ্চিত চাকরিপ্রার্থীরা বেশ কয়েক মাস আগে থেকেই কলকাতায় শহিদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় বসেছে। কিন্তু ২০২২ সালের টেট পাস চাকরিপ্রার্থীরা এতদিন শুধুমাত্র হাজরা মোড় অভিযান বা মধ্য কলকাতায় মিছিলের মাধ্যমেই তাঁদের প্রতিবাদ জানিয়ে আসছিলেন। অবশেষে তাঁরা বিকাশ ভবনের কাছে ধার্ণায় বসলেন।
advertisement
advertisement
বিকাশ ভবনের কাছাকাছি কোনও একটি জায়গায় তাঁদের ধর্না মঞ্চ করতে দেওয়া হোক, আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা এই জানালে তা খারিজ করে দেয় পুলিশ। এরপর তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত ১ থেকে ৪ ফেব্রুয়ারি তাঁদের করুণাময়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ভিডিওকন মাঠে ধর্নায় বসার অনুমতি দেয়। এদিন করুণাময়ী বাস টার্মিনাস থেকে মিছিল করে আন্দোলনকারীরা ধর্না মঞ্চে আসেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। তাই ধর্নামঞ্চ থেকে মাইকিং বা স্লোগান তোলা হবে না বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। ফলে প্রতিবাদ হবে সাইলেন্ট। তাঁদের দাবি, শীর্ষ আদালতে নিয়োগের জট কেটে গিয়েছে। রাজ্য সরকারও জানিয়েছে ৫০ হাজার শূন্য পদ আছে। তাও কেন তাঁরা ইন্টারভিউ বা নিয়োগ পত্র হাতে পাচ্ছেন না?
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Exam Qualified Candidates Protest: মাধ্যমিক, তাই 'সাইলেন্ট' ধর্নায় চাকরিপ্রার্থীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement