আরও পড়ুন: জয়নগরের রাস্তায় পেভার ব্লক!
রেল লাইনের পাস বরাবর মাটি বসে গিয়ে গোটা এলাকা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। গেট পড়ার আগের মুহূর্ত অথবা তোলার পরের মুহূর্ত আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই সময় ভিড় জমে গিয়ে বিপদ ঘটে। ভ্যান, ট্রলি, টোটো প্রায়শই উল্টে যাচ্ছে সাইকেল, স্কুটি কিংবা বাইক নিয়ে পড়ে যাচ্ছেন পথচারীরা। অথচ কেবিনের দায়িত্বে থাকা আধিকারিক কিংবা স্টেশন ম্যানেজার অথবা আরপিএফ-জিআরপি রেলের কেউই এই বিষয়ে মুখ খুলছেন না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে স্থানীয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও তাঁদের কিছু করার নেই বলে জানিয়েছেন। কারণ জায়গাটি রেলের আওতাধীন। এই বিষয়ে স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার জানান, অল্প দিনের মধ্যেই মেরামতির কাজ শুরু হবে। এর আগেও এরকম পরিস্থিতি তৈরি হওয়ার পর তিনি ডিআরএম-এর সঙ্গে কথা বলে সমাধানের সমস্যার সমাধান করেছিলেন এবারও করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
মৈনাক দেবনাথ