আরও পড়ুন: বোনকে এভাবে সঙ্গে নিয়ে রাত কাটালেন দাদা! দেখে স্তম্ভিত প্রতিবেশীরা
উত্তরপাড়ার হিন্দমোটরের দাসপাড়ার মানুষের অভিযোগ, গত কয়েক বছর ধরেই নদী ভাঙন সমস্যা প্রবল আকার ধারণ করেছে। কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। বর্তমানে পরিস্থিতি বেশ গুরুতর হয়ে উঠেছে বলে এলাকাবাসীদের দাবি। স্থানীয় বাসিন্দা মহেশ তাঁতি তিনি বলেন, আগে এখানে নদীর চর ছিল। সেখান থেকে সাদা বালি তোলার কাজ চলত। গত ৮ বছর আগে প্রশাসন সেই কাজ বন্ধ করে দেয়। কিন্তু তার পর থেকেই শুরু হয়েছে বিপদ। একসময় বালি তুলে নেওয়ার ফলে নদীর পাড় ভাঙতে শুরু করেছে। ভাঙতে ভাঙতে অনেকটাই তলিয়ে গেছে নদীর জলে। যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে খুব শীঘ্রই সর্বস্ব চলে যাবে নদীগর্ভে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, মানুষের পাশে থেকে স্থানীয় প্রশাসন কোনও কাজ করছে না। বিজেপি মানুষের পাশে আছে। আগামীতে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বিজেপি বড় আন্দোলনে নামবে। এই বিষয়ে উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, এই গোটা বিষয়টি পোর্ট ট্রাস্টের আওতায় পড়ে। পুরসভার এই বিষয়ে কোনও হস্তক্ষেপের সুযোগ নেই।
রাহী হালদার