আরও পড়ুন: গুলির শব্দে তাল কাটল বিয়ে বাড়ির, বেঘোরে পড়ে রইল তৃণমূল কর্মী
হুগলির গোঘাটের আনুরের বাসিন্দারা পিন নম্বর বিভ্রাটে কার্যত নাজেহাল। আনুর এলাকার ডাকঘর হুগলি জেলার মধ্যে পড়লেও তার সাব পোস্ট অফিস বা সহযোগী ডাকঘর বাঁকুড়া জেলার জয়রামবাটি এলাকায় অবস্থিত! এমন বিচিত্র ব্যাপারে জন্য চরম সমস্যায় পড়ছে ৭-৮ টি গ্রামের মানুষ। ফলে এই গ্রামের বাসিন্দাদের যে কোনও চিঠি প্রথমে বাঁকুড়ায় গিয়ে পৌঁছয়। তারপর জয়রামবাটি হয়ে পরে আনুর ডাকঘরে এসে হাজির হয়। এর ফলে গুরুত্বপূর্ণ চিঠি বা সরকারি নথিপত্র হাতে পেতে অনেকটাই দেরি হয়ে যায় এখানকার মানুষের।
advertisement
চিঠি পাঠানোর ক্ষেত্রেও একই সমস্যায় পড়তে হয় ওই এলকার বাসিন্দাদের। আগে এই আনুর এলাকার পিন নম্বর ছিল-৭১২১৬১। যা বাঁকুড়া জেলার অন্তর্গত ছিল। কিন্তু আধার কার্ড হওয়ার পর পিন নম্বর বদলে হয়-৭১২৬১২, যা হুগলি জেলার মধ্যে পড়ে। আর তাতেই যত রাজ্যের বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরে জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ডাকঘরের দায়িত্বে থাকা বিশ্বজিৎ সামন্ত গ্রামবাসীদের সমস্যার কথা স্বীকার করে নেন। তিমি জানান পিন নম্বর জনিত এই বিভ্রাটের কারণে ডাক কর্মীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা মিটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুভজিৎ ঘোষ