TMC Worker Murder: গুলির শব্দে তাল কাটল বিয়ে বাড়ির, বেঘোরে পড়ে রইল তৃণমূল কর্মী

Last Updated:

বুধবার রাতে এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন মৃত যুবক। সেখানে বাজি ফাটানো নিয়ে বচসায় জড়িয়ে পড়েন

মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শেষ হতেই চলল গুলি। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ গেল যুবকের। মৃত সামবাবু রায় (৩৫) এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদ থানার আমানিগঞ্জ চর এলাকায়।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, বুধবার রাতে এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন মৃত যুবক। সেখানে বাজি ফাটানো নিয়ে বচসায় জড়িয়ে পড়েন। সম্ভবত এরপরই তাঁকে গুলি করা হয়। পরপর চার রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সামবাবু রায় নামে ওই তৃণমূল কর্মী।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাড়ির কাছেই গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তড়িঘড়ি ওই যুবককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের সদস্য কামেশ্বর রায় জানিয়েছেন, বছর দুই আগে সামবাবুর বিয়ে হয়েছে। বর্তমানে তাঁর পাঁচ মাসের কন্যা একটি সন্তান আছে। মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি, হত্যাকারীরা সকলেই পরিচিত। স্থানীয় রথীন রায়, রতন রায়, হীরা রায়, হরিচরণ রায়দের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা। বিয়েবাড়িতে বাজি ফাটানো নিয়ে এদের সঙ্গেই ঝামেলায় জড়িয়ে পড়েছিল ওই তৃণমূল কর্মী। এদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Worker Murder: গুলির শব্দে তাল কাটল বিয়ে বাড়ির, বেঘোরে পড়ে রইল তৃণমূল কর্মী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement