Bengali News: লেখাপড়ার বড্ড শখ, খরচ যোগাতে ওরা যা করছে জানলে চমকে উঠবেন
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পাটুলি গ্রামে বাড়ি প্রকাশ ও দীপঙ্করের। প্রকাশ নদিয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। দীপঙ্কর একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র
পূর্ব বর্ধমান: কথায় আছে ‘ইচ্ছে থাকলেই উপায় হয়’। প্রকাশ হালদার ও দীপঙ্কর হালদার এই দুই কলেজ পড়ুয়া আবারও একবার সেই প্রবাদকে সত্যি করে তুলল। অভাবের সংসারে পড়াশোনা চালিয়ে যেতে তারা শুরু করেছে প্রতিমা তৈরির কাজ।
আরও পড়ুন: এত্ত বড় স্বরসতী! কোথায় গেলে পাবেন দেখা?
পূর্ব বর্ধমানের পাটুলি গ্রামে বাড়ি প্রকাশ ও দীপঙ্করের। প্রকাশ নদিয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। দীপঙ্কর একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁরা দুজনেই দাঁইহাটে মূর্তি তৈরির কাজ করে পড়াশোনার খরচ জোগাড় করছেন। এই প্রসঙ্গে প্রকাশ জানান, তাঁর বরাবরই পড়াশোনার প্রবল ইচ্ছে। কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় বাড়ি থেকে লেখাপড়ার খরচ জোগাতে পারছিল না। সেই সময়ই তিনি মূর্তি তৈরির কাজ শুরু করেন। এর আগে হায়দ্রাবাদে কাজ করতেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
দীপঙ্করের বাড়ির আর্থিক অবস্থাও খারাপ। তাই পড়াশোনার খরচ জোগাতে বন্ধু প্রকাশের সহযোগিতায় মূর্তি তৈরির কাজে যুক্ত হয়েছেন। এইভাবে নিজের পড়াশোনার খরচ জোগাড় করার পাশাপাশি পরিবারেও আর্থিক সহযোগিতা করতে পারছেন। পরীক্ষার সময় মালিক কে বলে কদিনের জন্য কাছ থেকে ছুটি নেন। এইভাবেই এই দুই তরুণে পড়াশোনা এবং অর্থের অন্বেষণ হাত ধরাধরি করে এগিয়ে চলেছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 01, 2024 1:11 PM IST








