Saraswati Puja 2024: এত্ত বড় সরস্বতী! কোথায় গেলে পাবেন দেখা?

Last Updated:

দুর্গা, কালীর পর এবার দুর্গাপুরে সবথেকে বড় সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। মূর্তি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে

+
প্রতিমা

প্রতিমা তৈরির কাজ চলছে।

পশ্চিম বর্ধমান: এত্ত বড় সরস্বতী! মা দুর্গার চমক এবার মেয়ে সরস্বতীর আরাধনায়। ৫১ ফুটে সরস্বতী প্রতিমা তৈরি করে চমকে দিতে চলেছে দুর্গাপুর। এর আগে এত বড় সরস্বতী মূর্তি বাংলার কোথাও তৈরি হয়েছে কিনা তা নিয়ে সংশয় আছে।
দুর্গা, কালীর পর এবার দুর্গাপুরে সবথেকে বড় সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। মূর্তি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। বিশাল প্রতিমার মধ্য দিয়েই শহরবাসীকে চমক দিতে চান উদ্যোক্তারা। তাই মাস খানেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এই বিশাল সরস্বতী মূর্তি তৈরির নেপথ্যে ইস্পাত নগরীর নেতাজি পল্লি ক্লাব। এই ক্লাবের উদ্যোগেই তৈরি হচ্ছে সবথেকে বড় সরস্বতী প্রতিমা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
গতবছর এই উদ্যক্তারাই ৪১ ফুটের সরস্বতী মূর্তি তৈরি করেছিলেন। এবার তাকেও ছাপিয়ে গেলেন। এই প্রতিমা তৈরির দায়িত্ব পেয়েছেন বাঁকুড়ার শিল্পী অনুপ পাল। তবে তাঁর সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন নবদ্বীপ এবং মানকরের শিল্পীরাও। যেহেতু বিশালাকার প্রতিমা তৈরি করা হচ্ছে, তাই অনেক আগে থেকেই শুরু হয়েছে কাজ। বাঁশের মাচা বেঁধে কাজ চলছে। এই বিশাল আকৃতির প্রতিমা সম্পূর্ণ খড় দিয়ে তৈরি করা হচ্ছে, যাতে এর ওজন থাকে হালকা। তার উপর মাটির হালকা প্রলেপ দেওয়া হবে। এই পুজোর বাজেট রাখা হয়েছে ৬ লক্ষ টাকা। দুর্গাপুরের এই বিশাল সরস্বতী দেখার জন্য মুখিয়ে আছে সকলে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: এত্ত বড় সরস্বতী! কোথায় গেলে পাবেন দেখা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement