TRENDING:

Bengali News: জয়নগরের রাস্তায় পেভার ব্লক!

Last Updated:

জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের কাছে এই সমস্যা নিয়ে দরবার করেছিলেন এলাকার বাসিন্দারা। তারপরই রাস্তাটি নতুন করে সংস্কারের উদ্যোগ নেন বিধায়ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনার: রাস্তার অবস্থা ছিল শোচনীয়, মেরামত করাও হয়েছিল। কিন্তু এক বছর যেতে না যেতেই আরও বেহাল হয়ে পড়েছে সেই রাস্তা। বড় বড় গর্ত হয়ে গিয়েছে। যে কোনও গাড়ি গেলেই উড়ছে ধুলো, ঘটছে দুর্ঘটনা। এই চিত্র জয়নগরের দক্ষিণ বারাসতের শিবদাস আচার্য হাই স্কুল থেকে ময়না রথতলা পর্যন্ত এলাকার।
advertisement

আরও পড়ুন: দোল এলেই মুখে হাসি ফোটে অলকা, কুশলাদের… কেন জানেন?

জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের কাছে এই সমস্যা নিয়ে দরবার করেছিলেন এলাকার বাসিন্দারা। তারপরই রাস্তাটি নতুন করে সংস্কারের উদ্যোগ নেন বিধায়ক। তিনি বলেন, তিন কিলোমিটারের বেশি এই রাস্তার অবস্থা নিয়ে ডায়মন্ডহারবারে পূর্ত দফতরের সঙ্গে কথা হয়েছে। এই রাস্তায় আগে পানীয় জলের পাইপলাইনের কাজের খোড়াখুঁড়ি হবে। তারপরই নতুন করে পেভার ব্লক বসিয়ে রাস্তা সংস্কার করে দেওয়া হবে, ‌যাতে দীর্ঘ কয়েক বছর রাস্তা ঠিক থাকে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই রাস্তা ধরেই জয়নগরের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকার মানুষজন যাতায়াত করেন। ময়দা কালীমন্দিরে যেতে এই বেহাল রাস্তাই ধরতে হয়। দক্ষিণ বারাসত স্টেশনে আসতেও এই রাস্তাই ভরসা। কিন্তু দক্ষিণ বারাসত রেলগেটের পর থেকে শুরু করে রায় নগরের দিকে যখন এগোবে এই অবস্থ্য চোখে পড়বে। এই রাস্তার উপর দিয়ে অটো, টোটো, লরি যাতায়াত করে। এলাকার বাসিন্দারা বলেন, রাবিশ ফেলে কোনওরকমে মেরামত হয়েছিল রাস্তা। কিন্তু এক বছরের মধ্যেই সেটি আবার পুরনো জায়গায়। ফিরে এসেছে। গর্তে ভরে গিয়েছে। আর টোটো, অটো এইসব গর্তে পড়ে উল্টে যাচ্ছে। এলাকার প্রবীণ বাসিন্দা অশোক হালদার বলেন, এত ধুলো উড়ছে রাস্তায় যে নাকে-মুখে কমাল চাপা দিয়ে যাতায়াত করতে হয়। দ্রুত রাস্তার হাল ফেরানো হচ্ছে। মানুষের উপকার হবে।

advertisement

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: জয়নগরের রাস্তায় পেভার ব্লক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল