TRENDING:

Bengali News: সেনার থিমে সাজবে পানাগড় স্টেশন, সূচনা মোদির হাতে

Last Updated:

পানাগড় স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে নতুনরূপে দেখা যাবে পানাগড় স্টেশনকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: পানাগড় সেনা ঘাঁটির জন্য প্রসিদ্ধ। এখানে একদিকে রয়েছে বায়ুসেনার ঘাঁটি, অন্যদিকে আছে স্থল সেনার ঘাঁটি। বায়ুসেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পানাগড় ঘাঁটি। দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই জায়গাটির অসীম গুরুত্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জওয়ানরা পানাগড় স্টেশন হয়ে সোনা ঘাঁটিগুলোতে আসেন। এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার শিল্প পার্ক অবস্থিত এই স্টেশনের কাছে। যার ফলে প্রত্যেকদিন বহু যাত্রী আনাগোনা করেন এই পানাগড় স্টেশন দিয়ে। এখানে থামে বহু গুরুত্বপূর্ণ ট্রেন। সেই স্টেশন এবার নতুন রূপে সেজে উঠবে, সোমবার তারই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement

আরও পড়ুন: ক্যারাটেতে জোড়া সাফল্য সাত্ত্বিকের, উজ্জ্বল করল বাংলার মুখ

পানাগড় স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে নতুনরূপে দেখা যাবে পানাগড় স্টেশনকে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে উন্নয়নের এই কাজ হবে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫৫৪ টি স্টেশনের অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন করেন ভার্চুয়ালি। সেই তালিকায় ছিল পানাগড় স্টেশনও। এই উপলক্ষে সোমবার পানাগড় স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল ছিল জায়ান্ট স্ক্রিন। অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় সাংসদ এস এস আলুওয়ালিয়া, আসানসোল ডিভিশনের ডিআরএম সহ রেলের অন্যান্য কর্তারা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অমৃত ভারত প্রকল্পে রূপ বদলের পর কেমন দেখতে হবে পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ পানাগড় স্টেশনটি? সম্প্রতি পূর্ব রেলের তরফে এই নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে রয়েছে অমৃত ভারত প্রকল্পের বিভিন্ন স্টেশনগুলির নাম এবং ছবি। সেখানেই ঝাঁ চকচকে রূপে দেখা গিয়েছে পানাগড় স্টেশনকে। এই ছবি দেখে অনেকেই মনে করছেন, সেনা ঘাঁটি এলাকায় অবস্থিত এই স্টেশনকে সাজিয়ে তোলা হবে ভারতীয় সেনার থিমে। এই স্টেশনের বিভিন্ন জায়গা এমনভাবে সাজিয়ে তোলা হবে, যার মাধ্যমে সম্মান জানানো হবে ভারতীয় সেনার প্রতি। এই স্টেশনটিকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেল সূত্রে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: সেনার থিমে সাজবে পানাগড় স্টেশন, সূচনা মোদির হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল