Sports News: ক্যারাটেতে জোড়া সাফল্য সাত্ত্বিকের, উজ্জ্বল করল বাংলার মুখ

Last Updated:

সাত্ত্বিক কাটোয়ার ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার বিশেষ আগ্রহ আছে

সাত্ত্বিক দে 
সাত্ত্বিক দে 
পূর্ব বর্ধমান: জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দুটি বিভাগে প্রথম স্থান অর্জন করল পূর্ব বর্ধমান জেলার সাত্ত্বিক দে। হুগলিতে আয়োজিত হয়েছিল জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা। বিভিন্ন রাজ্যের প্রায় ৪০০ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। সেখানেই জোড়া সাফল্য এই ক্ষুদে পড়ুয়ার।
হুগলির সরবপল্লি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবে ক্যারাটে প্রতিযোগিতার আসর বসে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান সহ মোট ১২ টি রাজ্যের প্রতিযোগী এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এখানেই পূর্ব বর্ধমানের সাত্ত্বিক দে কাতা এবং কুমিতে প্রথম স্থান অর্জন করে।
advertisement
advertisement
সাত্ত্বিক কাটোয়ার ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার বিশেষ আগ্রহ আছে। এর আগেও দেশ তথা রাজ্যের মুখ উজ্জ্বল করেছিল সে। এই বিশেষ সাফল্য প্রসঙ্গে সাত্ত্বিক জানায়, সে ছোট থেকেই খেলাধুলো করতে ভালবাসে। বিশেষ করে ক্যারাটের প্রতি তার বিশেষ পারদর্শিতা আছে। এই বিষয়ে সাত্ত্বিকের বাবা তারকচন্দ্র দে বলেন, সাত্ত্বিক বরাবরই প্রতিযোগিতায় ভাল ফল করে আসছে। এর আগেও পশ্চিমবঙ্গ ও ভারতের নাম উজ্জ্বল করে এসেছে। আমি চাইব এরপরে আরও বড় জায়গায় খেলুক। ওয়েস্ট বেঙ্গল স্টেট বুডোকায় কান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সাত্ত্বিক এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ট্রেনারের কাছে ক্যারাটে শেখেনি। বা তারকচন্দ্র দে’ই তার ট্রেনার। আগামী দিনে সাত্ত্বিক আরও সাফল্য পাক এটাই চাওয়া তার স্কুল থেকে শুরু করে জেলাবাসী সকলের।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sports News: ক্যারাটেতে জোড়া সাফল্য সাত্ত্বিকের, উজ্জ্বল করল বাংলার মুখ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement