আরও পড়ুন: মহিলা ক্রিকেটারের জন্মদিন পালন দেখে সকলে অবাক, দেখুন ভিডিও
চন্দননগর চারুকলা প্রশিক্ষণ শিবিরে গত বছর ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শিল্পকর্মের শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে নামী শিল্পীরা নতুন শিল্পীদের তালিম দেন। জল রং, ক্লে আর্ট, ভাস্কর্যের সুন্দর সুন্দর সৃষ্টি করেন অনামী সব শিল্পীরা। ছবিতে চন্দননগর স্ট্যান্ড, টাওয়ার ক্লক, গাছ, ফুল, প্রকৃতি, সরস্বতীর মত নানা রকম বিষয় উঠে আসে। সেই সব শিল্প কর্ম নিয়ে এক প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইন্দ্রনীল সেন বলেন, রাজ্যের পর্যটন দফতরের যেখানে যেখানে গেস্ট হাউস আছে সেখানে এই শিল্পীদের ছবি টাঙানো থাকবে। ছবিতে শিল্পীদের নাম থাকবে। এতে রাজ্যের বহু মানুষের কাছে তাঁদের শিল্প কর্ম পৌঁছে যাবে। শিল্পী পারসতী পাড়ুই ও অর্পিতা দাস বলেন, খুব ভালো লাগছে আমাদের ছবি নিয়ে প্রদর্শনী হচ্ছে। শিবির হওয়ার পর এক বছর কেটে গেছে ছবিগুলোর কী হল তাই ভাবছিলাম। মন্ত্রী বললেন আমাদের মত নতুনদের ছবি পর্যটন দফতরের গেস্ট হাউসে থাকবে, গুরুত্ব পাবে ভাবতেই ভাল লাগছে। প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত, দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
রাহী হালদার