আরও পড়ুন: বনগাঁয় তৈরি হচ্ছে বাংলাদেশের ওড়াকান্দির আদলে মতুয়া মন্দির, লোকসভার আগে তৎপরতা তুঙ্গে
চলতি আর্থিক বছরে দক্ষিণ দিনাজপুরের সরকারি অনুমোদনপ্রাপ্ত চারটি সাঁওতালি মাধ্যম স্কুলের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। বালুরঘাট ব্লকের ফতেপুর বাদমূলক জুনিয়র হাই স্কুল, কাটনা জুনিয়র হাইস্কুল, বংশীহারী ব্লকের রাঘবনগর এবং দেওগাঁও জুনিয়র হাইস্কুলের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে এই সমস্ত স্কুলগুলিতে হোস্টেল তৈরি করার কথা ঘোষণা করেন। সেই মত বিভিন্ন স্কুলে হোস্টেল নির্মাণের জন্যও জমি দেখার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন ভবনে অলচিকি হরফে ক্লাস চালু হবে সাঁওতালি মাধ্যম স্কুলগুলির।
advertisement
সাঁওতালি মিডিয়াম স্কুলগুলিতে পঠনপাঠনের জন্য ক্রমশ বাড়ছে পড়ুয়ার সংখ্যা। সেই কথা মাথায় রেখে পরিকাঠামো বাড়াতে জেলার মোট চারটি উচ্চপ্রাথমিক স্কুলে ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলায় ২০২০ সাল থেকে চারটি প্রাথমিক স্কুলে সাঁওতালি মাধ্যম পড়াশোনা চালু হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ওই চারটি স্কুলে প্রায় ২০০ ছাত্রছাত্রী রয়েছে। এছাড়াও প্রতিটি স্কুলে দু’জন করে মোট আটজন শিক্ষক আছেন। একটি স্কুলে তিনটি করে শ্রেণিকক্ষ এবং ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা শৌচালয় নির্মাণের পাশাপাশি হোস্টেল নির্মাণের কাজ চলছে। এই উদ্যোগে খুশি জেলার আদিবাসী মানুষজন।
সুস্মিতা গোস্বামী