Bengali News: বনগাঁয় তৈরি হচ্ছে বাংলাদেশের ওড়াকান্দির আদলে মতুয়া মন্দির, লোকসভার আগে তৎপরতা তুঙ্গে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
বনগাঁয় তৈরি হওয়া নির্মীয়মাণ নব ওড়াকান্দি মন্দির ঘুরে দেখেন সীমা ঠাকুর। লোকসভা নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দির ঠাকুর মন্দির নিয়ে নানান তৎপরতা নজরে আসছে
উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। আর বাংলার পরিবর্তিত ভোট সমীকরণে মতুয়া ভোট ব্যাঙ্ক যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক হয়ে উঠেছে সেটা দিনের আলোর মত পরিষ্কার। সেই মতুয়া ভোট ব্যাঙ্ক এবার বিজেপির থেকে ছিনিয়ে নিজেদের দখলে আনতে তৎপর রাজ্যের শাসক দল তৃণমূল। আর তাই বাংলাদেশের মতুয়া পীঠস্থান ওড়াকান্দি থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁয় তাদের উদ্যোগে এসে পৌঁছলেন গুরুচাঁদ ঠাকুরের নাতির ছোটো বৌমা সীমা ঠাকুর।
বনগাঁয় তৈরি হওয়া নির্মীয়মাণ নব ওড়াকান্দি মন্দির ঘুরে দেখেন সীমা ঠাকুর। লোকসভা নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দির ঠাকুর মন্দির নিয়ে নানান তৎপরতা নজরে আসছে। মতুয়া ভক্তদের একাংশের মত, ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কেন্দ্রের মন্ত্রী হওয়ার সুবিধা নিয়ে বিশেষ প্রভাব বিস্তার করেছেন শান্তনু ঠাকুর সহ মতুয়া ভক্তদের অপর একটি অংশ। সেই জায়গায় দাঁড়িয়ে হরিচাঁদ-গুরুচাঁদের বাংলাদেশের আদি বাসস্থান ওড়াকান্দির আদলে বনগাঁর এই মন্দির নির্মাণ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ভক্তদের দানের এক লক্ষ ইট দিয়ে তৈরি হবে এই মন্দির। ওড়াকান্দির মত নিয়মেই এই মন্দিরে পুজো হবে এবং তা ভক্তদের উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা তথা বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। এদিন বনগায় দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরের নাতির ছোট বৌমা সীমা ঠাকুর জানান, এই মন্দির ওড়াকান্দির মতই মতুয়া ভক্তদের কাছে সমান গুরুত্ব পাবে। মন্দিরে বিশেষ একটি প্রণামীর বাক্স রাখা থাকবে, যার অর্থ মন্দির উন্নয়ন-কল্প থেকে শুরু করে ওরাকান্দির হরিচাঁদ গুরুচাঁদের নানা কাজেও ব্যবহার করা হতে পারে। ওড়াকান্দি থেকে আসা হরিচাঁদ গুরুচাঁদের পরিবারের অন্যতম সদস্য সীমা ঠাকুরকে ঘিরে তাই এখন আনন্দে মেতেছেন ভারতের মতুয়া ভক্তরা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 7:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বনগাঁয় তৈরি হচ্ছে বাংলাদেশের ওড়াকান্দির আদলে মতুয়া মন্দির, লোকসভার আগে তৎপরতা তুঙ্গে