আরও পড়ুন: টায়ার দৌড় থেকে ডাংগুলি, হারিয়ে যাওয়া খেলায় প্রবীণরা ফিরে গেলেন ছেলেবেলায়
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে গেলে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। এই স্কুলে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী পড়ে। সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তোলার পাশাপাশি দেশ তথা বিশ্বের ভূখণ্ডের গাছপালার সঙ্গে পরিচয় ঘটতে এই উদ্যোগ বলে জানান স্কুলের প্রধান শিক্ষক পুলক রায়চৌধুরি। স্কুলে গেলেই দেখা মিলবে নানান জায়গার গাছপালার। এর ফলে সুন্দরবন এলাকার গাছপালার সঙ্গে পরিচয়ের পাশাপাশি অন্য ভূখণ্ডের গাছপালার সঙ্গেও পরিচয় ঘটবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রতিটি ছাত্রের জন্য যেন একটি করে গাছ, ঠিক এমনই মডেল তৈরি করেছে স্কুলটি। ইতিমধ্যেই গাছগুলি বড় হয়ে বৃক্ষের রূপ নিয়েছে। স্কুলের এমন উদ্যোগের ফলে সৌজানের উদ্দেশ্যে যেমন পূরণ হচ্ছে তেমনি পড়ুয়ার স্কুলেই জেনে যেতে পারছে এই বিপুল পৃথিবীর পরিচয়।
জুলফিকার মোল্লা





