আরও পড়ুন: খাঁচাবন্দি পাখিদের মুক্ত করল আদালত
পুতুল নাচের মাধ্যমে আজও মনোরঞ্জনের সঙ্গে শিশু মনে প্রভাব ফেলে সচেতনতার বার্তা, যা ছড়িয়ে পড়ে সমাজের সর্বস্তরে। নদিয়ার বুকে এবার পুতুল নাচের আয়োজন করা হল কলকাতা থেকে আগত ডানার পক্ষ থেকে। বিভিন্ন বিষয়ের উপরে মানুষকে সচেতনতার বার্তা দিতে এই পুতুল নাচের আয়োজন করা হয়। বর্তমানে দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক ব্যবহারের সংখ্যা। অথচ এটি পরিবেশের পক্ষে ভয়ানক ক্ষতিকারক। প্লাস্টিক বর্জন করা সহ বিভিন্ন বিষয়ের উপরে সাধারণ মানুষকে নাচের মধ্য দিয়ে সচেতন করল পুতুল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ছোটরা বরাবরই পুতুল ও পুতুল নাচ পছন্দ করে। ফলে এইভাবে সচেতনতার বার্তা দেওয়ায় তা বেশি কার্যকরী হবে বলে সকলের ধারণা। ২০০৭ থেকে মহিলাদের গঠন করা এই ডানা সংস্থা পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে পুতুল নাচ প্রদর্শন করা হয়। শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে আয়োজিত পূর্ণিমা মিলনীর পঞ্চম অভিনয় মেলায় হয় এই পুতুল নাচ।
মৈনাক দেবনাথ