আরও পড়ুন: বনকর্মীরা নেই, অসুস্থ লক্ষীপাঁচকে উদ্ধার করলেন সভাধিপতি
বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে উত্তর ২৪ পরগনার সরকারি স্কুলটিতে। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অপর্ণা রায়ের বোন চিত্রলেখা মল্লিকের দেওয়া অর্থানুকূল্যে ও বর্তমান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারীর প্রচেষ্টায় এই লিফট পরিষেবা চালু হয়েছে। বিধাননগর পুরনিগমের এলাকায় থাকা মোট ৮২ টি সরকারি স্কুলের মধ্যে এই স্কুলে বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী পড়াশোনা করে। অনেক সময় তাদের শ্রেণিকক্ষে পৌঁছতে অসুবিধায় পড়তে হয়। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিধাননগরের মহকুমাশাসক সুমন পোদ্দার, জয়েন্ট কমিশনার বিভাস কুমার মণ্ডল, প্রাথমিক শিক্ষার স্কুল পরিদর্শক বাদল কুমার পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শুক্রবার চালু হল এই লিফট পরিষেবা। ইতিমধ্যেই স্কুল বিল্ডিংও নতুন ভাবে সেজে উঠেছে। আগামীতে আরও নানা আধুনিক জিনিসের ব্যবহার ঘটিয়ে ছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য স্মার্ট স্কুল গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। স্কুলের এই পদক্ষেপে খুশি অভিভাবকরা।
রুদ্রনারায়ণ রায়