আরও পড়ুন: প্রকৃতি পাঠে বেড়ে উঠুক শৈশব! শিশুদের জন্য বিরাট আয়োজন এই জেলায়
যে ছাত্রীর মোবাইল ফোন ছিন্তাই হয়েছে তাঁর অভিযোগ, সন্ধের সময় পড়াতে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি থেকে মিনিট পাঁচ যাওয়ার পরে হঠাৎই দুই যুবক একটি বাইকে করে দ্রুত গতিতে তার কাছে চলে আসে। এরপর হাত থেকেই মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ফটক পাড়া এলাকায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ছাত্রীটি জানিয়েছেন, ওই যুবকরা বেশ কিছুক্ষণ ধরেই তাঁকে ফলো করছিল। তারপরই আচমকা দ্রুতগতিতে এসে চোখের নিমেষে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। এদিকে গত কয়েক মাসের মধ্যে একাধিকবার এই ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত এই অসাধুচক্রর কোনও হদিস পাওয়া যায়নি। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে।
মৈনাক দেবনাথ






