আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে ভেসে গেলেন মহিলারা
সাদা কাগজ আর হাতে রং-তুলি পেলেই গৃহবধূ সোমা হাজরা মণ্ডল ফুটিয়ে তোলেন বিভিন্ন মানুষের প্রতিকৃতি, নানান বিমূর্ত আর্ট কিংবা ক্রাফটের নানান জিনিস। বাড়িতে ছোট্ট ছেলে। সংসার সামলে যেটুকু সময় পান তাতেই চলে শিল্পচর্চা। দেওয়াল জুড়ে নানান ছবি, খাতায় কিংবা সাদা ক্যানভাসে তাঁর আঁকা ছবি যেন কথা বলে।
advertisement
পশ্চিম মেদিনীপুরের বালিচকের বাসিন্দা সোমা হাজরা মণ্ডল শিখেছেন ছবি আঁকা। ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি আগ্রহ থাকায় দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার শেষে ভর্তি হন মেদিনীপুরের সরকারি আর্ট কলেজে। সেখান থেকে স্নাতক পাশ করার পর নিজেই চালিয়ে আসছেন অঙ্কনচর্চাকে। সব কাজ সামলেই তাঁর এই শিল্পচর্চা অব্যাহত আছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্বামী অমিত মণ্ডল পেশায় স্কুল শিক্ষক। তিনি ছবি আঁকায় সাহায্য করেন স্ত্রীকে। এভাবেই সবকিছু সামলে চলছে সোমার শিল্পচর্চা। ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে পেয়েছেন নানান পুরস্কারও। পরিবার সামলে গৃহবধুর এই প্রতিভাকে কুর্নিশ জানাতেই হয়।
রঞ্জন চন্দ