আরও পড়ুন: প্রকৃতির ডাকে সাড়া দেওয়াটাই কাল হল! শৌচকর্ম সারতে গিয়ে আর ফেরা হল না শিবদয়ালের
বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ার এই ঘটনাটি ঘটেছে ঝালদা পুরসভার ৫ নাম্বার ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কয়েক মিনিটের ঝড়-বৃষ্টিতে বাড়িটির একাংশ ভেঙে পড়ে। কোনওরকমে প্রাণে বেঁচে যান পরিবারের তিন সদস্য।
advertisement
এই বিষয়ে বিপর্যস্ত পরিবারটির সদস্যা প্রতিমা কান্দু জানান, সোমবার রাতে খাওয়ার পর ঘুমোতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। সেই সময় বৃদ্ধ মা ও আমরা দুই বোন বাড়িতেই ছিলাম। কপাল জোরে বেঁচে গিয়েছি আমারা। এখন পাশের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি পুরসভা থেকে আবাস যোজনার বাড়ি পেয়েছি, প্রথম কিস্তির টাকাও পেয়েছি। কিন্তু পুরপ্রধান পরিবর্তনের পর আর টাকা পাইনি। সেই টাকা পেলে আমিও পাকা বাড়ি তৈরি করতে পারতাম। তাই পুরসভার কাছে আবেদন, আমাকে বাড়ি তৈরির বাকি টাকা দেওয়া হোক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ঐই বিষয়টি নিয়ে ঝালদা পুরসভার উপ-পুরপ্রধান সুদীপ কর্মকার বলেন, পাশেই বাড়ি তৈরি হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। গর্তের কারণে ও প্রচন্ড বৃষ্টিতে জল জমার জন্য এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে আমি নিজে গিয়েছিলাম ওই পরিবারের সঙ্গে দেখা করতে। তাদের আবাস যোজনার লিস্টে নাম আছে, একবার টাকাও পেয়েছে। তাই বাকি কিস্তির টাকা যাতে পায় তার ব্যবস্থা করা হবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি