আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, সাইকেল থেকে নেমে ট্রাফিক পুলিশের ভূমিকায় কলেজ পড়ুয়া
গোঘাটের এই শিব কুঠিরের কোণায় কোণায় ছড়িয়ে আছে সেই সময়ের অত্যাচারের কাহিনী। তৎকালীন সময়ে বহু মানুষের করুণ আর্তনাদ, বহু নারীর নীরব কান্না যেন আজও শুনতে পাওয়া যায় এখানে। দীর্ঘদিন ধরে অত্যাচার করার পর হঠাৎ করেই একদিন হারিয়ে যায় সবকিছু। বর্তমানে জায়গাটি পুরোপুরি অবহেলিত হয়ে পড়ে আছে। এই কুঠিরে স্থাপত্য এমন ছিল যা বর্তমানে দুষ্প্রাপ্য।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গ্রামের প্রবীণ ব্যক্তিরা জানান, প্রাক্তন জমিদার শিব মিশ্রের পরিবারের আর কেউ এখন গ্রামে বসবাস করেন না। এই কুঠিরের মধ্যেই নানান স্থাপত্য আজও দেখা যায়, কিন্তু সংস্কার না করার ফলে ভগ্নপ্রায় দশায় সেগুলো পড়ে আছে। আর এই ঐতিহাসিক শিবকুঠির একটু একটু করে ধ্বংসের পথে এগিয়ে চলেছে।
শুভজিৎ ঘোষ