আরও পড়ুন: নিজের পায়ে দাঁড়াতে গিয়ে এই মহিলা যা করলেন জানলে অবাক হতে বাধ্য
এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে। জানা গিয়েছে, দাদুর ঘাট কাজ করবার পর স্নান করতে নেমেছিলেন বাড়ির অনেকেই। সেই সময়ই ঘটে বিপত্তি। তলিয়ে যাওয়ার সময় পরিবারের দু’জনকে উদ্ধার করা গেলেও বাবুসোনা নামে ওই কিশোর তলিয়ে যায়। তারই খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া ফাঁড়ির পুলিশ, খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে।
advertisement
সূত্রের খবর, বীরনগর মধুগাছি পাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র বাবুসোনা ঘোষ। বাড়ির অন্যান্যদের মতো মাথা ন্যাড়া করার পর ওই কিশোর সকলের সঙ্গেই গঙ্গায় স্নান করতে নেমেছিল। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, জলের গভীরতা বুঝতে না পারতেই হঠাৎই সে তলিয়ে যায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উল্লেখ্য শান্তিপুরের ভাগীরথী নদীতে এর আগেও অনেকে গঙ্গায় তলিয়ে গিয়েছে। তার কারণ হিসেবে অনেক সময় দেখা যায় গঙ্গার গভীরতা বুঝতে না পেরে অনেকেই অসাবধানতাবশত স্নান করতে করতে গঙ্গার পাড় থেকে খানিকটা দূরে চলে যান। আর তখনই ঘটে বিপত্তি। প্রশাসন থেকে একাধিকবার সতর্ক করা হলেও স্থায়ী কোনও সমাধান এখনও পর্যন্ত হয়ে ওঠেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
মৈনাক দেবনাথ






