TRENDING:

Bengali News: মিষ্টি, মাদুর, ল্যাংচার পর এবার রাজ্যে উডেন হাব! ঠিক কী জানা গেল

Last Updated:

কাঠের হাব বা উডেন হাব তৈরির দাবি উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। এখানে বিস্তীর্ণ এলাকায় অসংখ্য কাঠের আসবাবপত্র বা ফার্নিচার তৈরির কারখানা আছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: মাদুর হাব, মিষ্টি হাব, ল্যাংচা হাবের পর এবার উডেন হাব তৈরির চিন্তাভাবনা। এই দাবি জানালেন কাঠের আসবাবপত্র তৈরির কারখানার মালিকরা। এই হাব গড়ে উঠলে মালিকদের পাশাপাশি উপকৃত হবেন কাঠমিস্ত্রিরা।
advertisement

আরও পড়ুন: সরস্বতী পুজোর আগেই দূর হল কুল নিয়ে আশঙ্কা

কাঠের হাব বা উডেন হাব তৈরির দাবি উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। এখানে বিস্তীর্ণ এলাকায় অসংখ্য কাঠের আসবাবপত্র বা ফার্নিচার তৈরির কারখানা আছে। এখানকার কাঠের ফার্নিচার ওড়িশা, বিহার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যায়। পাঁশকুড়া ব্লক ও শহর এলাকায় ২৫ থেকে ৩০ টির মতো ছোট-বড় কাঠের আসবাব তৈরির কারখানা গড়ে উঠেছে। সেই কারখানাগুলিতে হাজার হাজার শ্রমিক ও শিল্পী কাজ করেন। এই কারখানাগুলির উপর নির্ভর করে কয়েক হাজার পরিবারের সংসার চলে।

advertisement

পশ্চিম মেদিনীপুরের ঘাটলে স্বর্ণ হাব গড়ে তোলার আবেদন জানানো হয়েছিল। সেই মতো রাজ্য সরকার স্বর্ণ হাব গড়ে তোলার প্রস্তুতি শুরু করেছে। স্বর্ণ হাবের মত যাতে পাশের জেলার পাঁশকুড়ায় উডেন হাব গড়ে তোলা যায় তার আবেদন জানান হয়েছে প্রশাসনের কাছে। কারখানার মালিক জামির ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পাঁশকুড়ায় কাঠের নানা ধরনের সরঞ্জাম তারি হয়ে দেশের বিভিন্ন রাজ্যে রফতনি হয়ে থাকে। রাজ্য সরকার যদি উডেন হাব গড়ে তোলার ব্যবস্থা করে তাহলে অনেকেই উপকৃত হবে। কর্ম সংস্থানও বাড়বে।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র জানান, পাঁশকুড়া ব্লক ও শহর এলাকাজুড়ে ছোট-বড় বহু কারখানা আছে। সেখানে বহু মানুষ কাজ করে স্বনির্ভর হচ্ছেন। আগামীদিনে যাতে সরকারি উদ্যোগে উডেন হাব গড়ে তোলা যায় সেদিকে আমাদের নজর থাকবে। উডেন হাব গড়ে উঠলে কর্মসংস্থানও বাড়বে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় এর আগে মাছ চাষ নিয়ে একটি মৎস্যহাব গড়ে ওঠার কথা হয়েছিল ময়নাতে। তারপর এবার পাঁশকুড়ায় উডেন হাব তৈরির প্রস্তাব এল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মিষ্টি, মাদুর, ল্যাংচার পর এবার রাজ্যে উডেন হাব! ঠিক কী জানা গেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল