আরও পড়ুন: এবার দুয়ারে পুলিশ! অভিযোগ নিতে বাড়ির দরজায় হাজির হবেন উর্দিধারীরা
রবিবার বিকালে প্রাক্তন ফরসাডাঙায় আসেন ফরাসি রাষ্ট্রদূত ডক্টর তিয়েরি মাথু ও কলকাতার ফরাসি কনসাল জেনারেল দিদিয়ের তালপাইন। ফরাসি প্রতিনিধিদের সম্বর্ধনা জানান হয় ফ্রেঞ্চ ইনস্টিটিউটে।এদিন রেজিস্ট্রি বিল্ডিং, চন্দননগর কোর্ট ও স্ট্যান্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন ফরাসি আধিকারিকরা।ইনস্টিটিউটে ফরাসি আমলের ব্যবহৃত আসবাপত্র, নানা ধরনের সরঞ্জাম ও মূল্যবান বই দেখেন তাঁরা।আগামীদিনে ভারত ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে আরও কাজের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়ে যান।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে ফরাসি রাষ্ট্রদূত ডক্টর তিয়েরি মাথু জানান, তিনি মুগ্ধ হয়েছেন চন্দননগরে এসে। এখানে এসে ফ্রান্সের স্বাদ পেয়েছেন বলেও মন্তব্য করেন। তিনি প্রথমবারের জন্য চন্দননগরে এসেছেন। প্রথমবারেই তিনি মুগ্ধ হয়েছেন। আশাবাদী খুব শীঘ্রই সেই সংরক্ষণের কাজ শুরু হবে। এই বিষয়ে চন্দননগর ইনস্টিটিউটের অধ্যাপক বিশ্বনাথ বন্দোপাধ্যায় জানান, চন্দননগরে প্রাচীন প্রাসাদগুলি শুধুমাত্র ফরাসিদের জন্য ছিল এমনটা নয়। সেখানে সাধারণ মানুষেরও যাতায়াত ছিল। সেই সময়ের সরকারি দফতর ছিল এই প্রাচীন প্রাসাদগুলি। বর্তমানে এদের সংরক্ষণ খুবই প্রয়োজন।
রাহী হালদার