Bengali News: এবার দুয়ারে পুলিশ! অভিযোগ নিতে বাড়ির দরজায় হাজির হবেন উর্দিধারীরা

Last Updated:

পুলিস সহায়তা কেন্দ্র বাড়তি নজর দেবে সাইবার প্রতারণার ঘটনায়। পাশাপাশি, সুন্দরবনের মৈপীঠ থেকে শুরু করে কুলতলি, গোসাবা, বাসন্তী, সুন্দরবন ও ঝড়খালি উপকূল থানা এলাকার সহায়তা কেন্দ্র থেকে ম্যানগ্রোভ ধ্বংস রুখতে সচেতনতার বার্তা দেওয়ায় ও মাইকিং করা হবে

+
অভিযোগ

অভিযোগ শুনছে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: বাংলায় বহু গ্রাম আছে যেগুলি থানা থেকে অনেকটা দূরে অবস্থিত। সেই সব এলাকার মানুষদের পক্ষে অনেকসময় থানায় গিয়ে অভিযোগ জানানো হয়ে ওঠে না। তাই ঠিক হয়েছে, এবার দূরবর্তী গ্রামে পুলিস নিজেই যাবে অভিযোগ নিতে। একইসঙ্গে সমস্যার সমাধানও বাতলাবে।
দূরবর্তী গ্রামে গিয়ে বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ সংগ্রহের এই উদ্যোগ নিয়েছে বারুইপুর পুলিশ জেলা। এই দূরের গ্রামগুলিতে খোলা হবে পুলিস সহায়তা কেন্দ্র। গ্রামবাসীরা সেখানে নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন। মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বারুইপুর পুলিস জেলা আগেই এমন পরিকল্পনা নিয়েছিল। এবার তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে প্রশাসন।
advertisement
advertisement
জানা গিয়েছে, পুলিস সহায়তা কেন্দ্র বাড়তি নজর দেবে সাইবার প্রতারণার ঘটনায়। পাশাপাশি, সুন্দরবনের মৈপীঠ থেকে শুরু করে কুলতলি, গোসাবা, বাসন্তী, সুন্দরবন ও ঝড়খালি উপকূল থানা এলাকার সহায়তা কেন্দ্র থেকে ম্যানগ্রোভ ধ্বংস রুখতে সচেতনতার বার্তা দেওয়ায় ও মাইকিং করা হবে। বারুইপুর পুলিস জেলার সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, দূরবর্তী গ্রামে প্রতি ১৫ দিন অন্তর এই সহায়তা কেন্দ্র বসবে। প্রতিটি অভিযোগ নিয়মিত মনিটরিং করা হবে। বারুইপুর পুলিস জেলায় ১৭টি থানা আছে। তার মধ্যে দু’টি মহিলা থানা। প্রতিটি থানার যে কোনও একটি পঞ্চায়েত এলাকায় এই সহায়তা কেন্দ্র হবে। সমস্যা শোনার জন্য থাকবেন থানার আইসি বা ওসি, এসআই পদমর্যাদার এক আধিকারিক। এমনকী এই সহায়তা কেন্দ্র পরিদর্শন করবেন বারুইপুর পুলিস জেলার শীর্ষ আধিকারিকরাও।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বারুইপুরের পুলিশ জেলার জয়নগর থানা এলাকার দুটি পঞ্চায়েত এলাকায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। ছিলেন আইসি সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। গ্রামের অনেক মহিলা সেখানে এসে অভিযোগ জানান। এছাড়াও বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা দেওয়া হবে। প্রবীণরা অভিযোগ জানাতে এলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: এবার দুয়ারে পুলিশ! অভিযোগ নিতে বাড়ির দরজায় হাজির হবেন উর্দিধারীরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement