আরও পড়ুন: বাঁকুড়ার ইতিহাসে প্রথম, অবাক নজির যুবকের
স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউতে একটি বাড়িতে কয়েকদিন আগে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী গগন বরণ মুখোপাধ্যায়ের। তারপর থেকে নিজেদের স্বেচ্ছায় গৃহনন্দী করে নেন বৃদ্ধের স্ত্রী শ্যামলী, ছেলে সৌরভ ও মেয়ে চুমকি মুখোপাধ্যায়। বাবার মৃত্যুর পর থেকে খাওয়া-দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেন পরিবারের সদস্যরা। ২২ দিন ধরে না খেয়েই ছিলেন ওঁরা তিনজন।
advertisement
সোমবার মুখোপাধ্যায় পরিবারের এক আত্মীয়ের থেকে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর উৎপলাদিত্য চট্টোপাধ্যায়, পুরপ্রধান দিলীপ যাদব পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। প্রয়াত গগন বরণ মুখোপাধ্যায়ের আত্মীয় বৈষ্ণব দাস মুখোপাধ্যায় জানান, গত ৪ ফেব্রুয়ারী শেষ কথা হয়েছিল ওদের সঙ্গে। গগনবাবুর পর মৃত্যু মেনে নিতে পারেনি তিনজন। তার জন্য এই অবস্থা হতে পারে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, কাউন্সিলরের থেকে খবর পেয়ে পুলিশ নিয়ে চলে আসি। পুলিশ এসে তালা ভেঙে তিনজনকে উদ্ধার করেছে। ওদের উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে।
রাহী হালদার