আরও পড়ুন: চালু হওয়ার পথে মালদহের রবীন্দ্রভবন
বাঁকুড়াতেই ব্যাবহার করা হচ্ছে এই বাক্সবন্দি ল্যাব। বাক্স বন্দি এই ল্যাব হল ‘রোবোটিক্স-এর ল্যাব। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এবং মুম্বাই আইআইটি-র যোগ সূত্রে ঘটেছে এমন অভাবনীয় ঘটনা। মুম্বাই আইআইটি-এর রোবোটিক্সের উপরে বিশেষ প্রোগ্রাম ‘ই ইয়ান্ত্রা’ (E yantra) যার মাধ্যমে তৈরি হচ্ছে এই বাক্স বন্দি পোর্টেবল ল্যাবগুলি। এমন একটি ‘ল্যাব ইন এ বক্স’ নিয়েই শুরু হল উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং-এর রোবোটিক্স ই ইয়ন্ত্রা গবেষণাগারের।
advertisement
বাক্সের ভিতরে রয়েছে রোবটের মস্তিষ্ক মাইক্রো প্রসেসর, এছাড়াও মাইক্রোকন্ট্রোলার, মোটর, গিয়ার, রোবোটিক আর্ম এবং বহু যন্ত্রাংশ। এই ল্যাব জামা কাপড়ের ট্রলির মতই নিয়ে যাওয়া যাবে সব জায়গায়। বাক্সটির মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3
ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ছাড়াও পরবর্তীকালে বাঁকুড়ার ছাত্রছাত্রীদের রোবোটিক্সের পথ দেখাতে বিশেষ পাঠ দেবে ইঞ্জিনিয়ারিং কলেজটি। কলেজের অধ্যক্ষ ডঃ কৃষ্ণেন্দু অধ্বর্যু বলেন, আপনারা জানেন ভারত অনেক সফিস্টিকেটেড কাজ করছে। আমরা এখন চাঁদে যাচ্ছি। রোবটিক্স ছাড়া কোনৈ কিছুই সম্ভব নয়। আমাদের কলেজের ছাত্ররা রোবটিক্স শিখে বাঁকুড়ার বিভিন্ন স্কুলে রোবোটিক্স শেখাতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
নীলাঞ্জন ব্যানার্জী