আরও পড়ুন: ক্রিকেট-ফুটবল বাদ দিন, এই খেলাই আগামী প্রজন্মকে অলিম্পিকের স্বপ্ন দেখাবে
এই আক্রমণের খবর এসেছিল মশারহাট ও সরিষা সহ অন্যান্য জায়গা থেকে। আক্রমণের ধরণ দেখে বন দফতরের অনুমান সেটি পাতিশিয়াল (Golden Jackel)-এর। এটি শিয়ালের একটি বিশেষ প্রজাতি। প্রথমে স্থানীয়রা বনবিড়াল, ভাম, খটাশ সহ আরও অন্যান্য প্রাণীর আক্রমণ বলে সন্দেহ সন্দেহ করছিলেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে মানুষের উপর বন্যপ্রাণীর আক্রমণের খবর পেয়ে সক্রিয় হয় বন দফতর। তারা দু’জায়গায় খাঁচা পাতে। বণ্যপ্রাণীটিকে ধরার চেষ্টা হচ্ছে। বন দফতরের কর্মীরা এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তবে অযথা আতঙ্কিত হওয়ার যে কিছু নেই সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে। কোথাও কিছু দেখলেই বন দফতরে খবর দিতে বলা হয়েছে এলাকাবাসীদের।
নবাব মল্লিক






