আরও পড়ুন: পাখির টানে স্কুলমুখী হিঙ্গলগঞ্জের পড়ুয়ারা
প্রতিবছর বন্যায় পাড় ধসে গিয়ে নদী গর্ভে চলে যাচ্ছে বসতবাড়ি থেকে কৃষি জমি। নদী ভাঙনের জেরে নদীর পথ পরিবর্তন হয়েছে। রাজ্য সড়কের কাছে চলে এসেছে নদী। তবে বর্ষার আগে বাঁধ মেরামত হয়ে গেলে বন্যার হাত থেকে এই বছর রেহাই পাওয়া যাবে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উল্লেখ্য, বছর দুই আগের ভয়াবহ বন্যায় নদীর পাড় ছাপিয়ে বসতবাড়িতে জল ঢুকে গিয়েছিল। বন্যার সময় বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল বাসিন্দাদের। এমনকি বন্যার জল রাজ্য সড়ক ছুঁয়েছিল বলা চলে। বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হলে চরম আতঙ্কে ও নদী ভাঙনের আশঙ্কায় ভুগতে থাকেন বাসিন্দারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে একশো দিনের কাজে মাঝে মধ্যে নদীর বাঁধে মাটি ফেলে সাময়িক মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তা টেকেনি। অবশেষে দ্বারকেশ্বর নদীর ভাঙন ঠেকাতে বাঁধ মেরামতে উদ্যোগী হল প্রশাসন। কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে জানান, পুরসভা এলাকা থেকে মণ্ডলপাড়া পর্যন্ত পূর্ব পাড় জায়গাটি বহুদিনের অস্থায়ী থাকলেও তা সম্পূর্ণভাবে মেরামত নেই। বর্ষার আগেই এই জায়গার বাঁধ সারিয়ে ফেলা হবে।
শুভজিৎ ঘোষ