Bengali News: পাখির টানে স্কুলমুখী হিঙ্গলগঞ্জের পড়ুয়ারা

Last Updated:

সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তোলার পাশাপাশি পডুয়াদের বিভিন্ন ধরণের পাখিদের সঙ্গে পরিচিতি ঘটাতে এমন উদ্যোগ

+
স্কুলে

স্কুলে পাখির বাসা

উত্তর ২৪ পরগনা: হিঙ্গলগঞ্জে পাখির টানে স্কুলে ফিরছে পড়ুয়ারা। স্কুলে গেলে দেখা মিলবে বারান্দায় ও স্কুলের আঙিনায় গাছে গাছে বাঁধা আছে একাধিক কৃত্রিম বাসা। বাসায় আছে একাধিক নাম না জানা অজানা পাখি। শুধুমাত্র শহর নয়, গ্রামেও দিনের পর দিন কমছে গাছের সংখ্যা। ফলে কমে যাচ্ছে পাখিদের থাকার জায়গা। আর তাই স্কুল প্রাঙ্গণে পাখিদের বসবাসের জন্য তৈরি করা হয়েছে এই বাসা।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষক ও ছাত্রছাত্রীদের তরফ থেকে। স্কুলে প্রায় দেড়় হাজার ছাত্রছাত্রী আছে। সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তোলার পাশাপাশি পডুয়াদের বিভিন্ন ধরণের পাখিদের সঙ্গে পরিচিতি ঘটাতে এমন উদ্যোগ। এর ফলে একদিকে যেমন পাখির আনাগোনা বেড়েছে, তেমনই ছাত্রছাত্রীরাও স্কুলে গিয়ে পাখির সহাবস্থানে খুশি হচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কখনও কখনও ছাত্রছাত্রীরা টিফিনের বাড়তি খাবার পাখিদেরও খাওয়ায়। সুন্দরবন এলাকার পড়ুয়াদের স্কুলমুখী করতে এমন অভিনব উদ্যোগ নিয়েছেন শিক্ষকরা। তাঁদের দাবি, এর ফলে সুফলও মিলছে। প্রত্যন্ত এলাকার বেশ কয়েকটি গ্রামের শিশুরা এখানে পড়াশোনা করতে আসত। কিন্তু কয়েক বছর আগে স্কুলছুটের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরি বলেন, ‘’পাখি বা যে কোনও পোষ্যই শিশুদের কাছে আকর্ষণীয়। তাই আমরা স্কুলে এমন বাসা তৈরি করেছি। এর ফলে পাখিরা যেমন নিরাপদ বাসস্থান পাবে তেমনই ছেলেমেয়েরাও স্কুলমুখী হবে। সব মিলিয়ে প্রত্যন্ত গ্রামের স্কুলে পাখি ও ছাত্র-ছাত্রীদের সহাবস্থানে অন্যান্য নজির দেখা গেল।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: পাখির টানে স্কুলমুখী হিঙ্গলগঞ্জের পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement