আরও পড়ুন: মাল্টিক্রপ সিস্টেমে চাষ করুন, একই জমিতে ফলবে নানান ফসল! উপচে পড়বে পকেট
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎ বেশ কিছুদিন ধরেই সাপ উদ্ধারকারী সংস্থার হয়ে বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করতেন। পাশাপাশি অন্যান্য বিপন্ন প্রাণীও উদ্ধার করতেন তিনি। এবার গোঘাটের বিজলকণা এলাকার একটি বাড়িতে সাপ বের হওয়ার খবর পান। বরাবরের মতই বিশ্বজিৎ সাপ উদ্ধার করার জন্য ওই বাড়িতে ছুটে যান। সেখান থেকে দুটি বিষধর সাপ উদ্ধার করে প্লাস্টিকের মধ্যে ঢকানোর সময় হঠাৎই একটি সাপ তাঁর ডান হাতে ছোবল মারে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সাপের ছোবল খাওয়ার পর বিশ্বজিৎকে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীনই কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় বিশ্বজিতের। গোটা ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। বাকি উদ্ধারকারীরা এই ঘটনায় রীতিমত হতবাক। সময় চিকিৎসা শুরু হলেও কেন ওই যুবককে বাঁচানো গেল না সেই নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি দক্ষিণ ভারত থেকে আসা অ্যান্টিভেনামের কার্যকারিতা নিয়ে গত কয়েক বছর ধরেই যে প্রশ্ন উঠেছিল তা আরও একবার সামনে উঠে এল।
শুভজিৎ ঘোষ