আরও পড়ুন: টুকলিতে বাধা দেওয়ায় কলেজে ধ্বংসলীলা! বিস্তারিত জানলে চমকে উঠবেন
নদিয়ার শান্তিপুরে সরকারি প্রকল্পের টাকা হোক বা নিজের অর্থ তুলতে গেলে তিন থেকে ছয় মাস সময় লেগে যাচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। আর তাতেই ক্ষুব্ধ শতাধিক ব্যাঙ্ক গ্রাহক বুধবার বিক্ষোভ দেখালেন শান্তিপুর গোবিন্দপুর বাজার এলাকার স্টেট ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে। গ্রাহকদের এই সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছেন জেলা পরিষদের সদস্য বাসন্তী সরকার, বাবলা পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষ, পঞ্চায়েত সদস্য গৌতম সাহা, সুষমা দাস বিশ্বাস, সুরেশ মণ্ডল সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জেলা পরিষদের সদস্য বাসন্তী সরকার বলেন, মানুষ নিজের একাউন্ট থেকে টাকা তুলতে পারছে না। ফলে সংসার চালানো থেকে শুরু করে চিকিৎসার মত জরুরি প্রয়োজন ব্যাহত হচ্ছে। কেওয়াইসির নামে গ্রাহকদের দিনের পর দিন হয়রানি করা হচ্ছে বলে তার অভিযোগ। এদিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, প্রচুর পরিমাণে কেওয়াইসি জমা পড়েছে। প্রতিদিন মাত্র দু-তিনটি করে ভেরিফাই হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান।
মৈনাক দেবনাথ