আরও পড়ুন: মাছ চাষে ডিজিটাল প্ল্যাটফর্ম! চমক সেই নন্দীগ্রামে
দেবানন্দপুর এলাকার একটি ইটভাটার পাশের জমিতে কয়েক কাঠা জমিজুড়ে চাষ করা হয়েছে নারকেল কুল। বেশ ভাল ফলনও হয়েছে। সেই কুল বাঁচাতে গিয়ে পুরো জমি ঢেকে দেওয়া হয়েছে নাইলনের জাল দিয়ে। ফলে রোজই সেখানে কুল খেতে এসে আটকা পড়ছে নানান প্রজাতির পাখি।
advertisement
এই ঘটনায় অত্যন্ত বিচলিত পশুপ্রেমীরা। তাঁদের বক্তব্য ফসল বাঁচাতে গিয়ে এই পরিবেশেরই অংশ পাখির মৃত্যু ডেকে আনা মোটেও কাম্য নয়। এই বিষয়ে জমির মালিককে ফোন করলে তিনি বলেন, ফলন বাঁচানোর জন্যই এই জাল পাতা হয়েছে, পাখি অবশ্য মরেনি। পাখি ভিতরে আটকে গেলে আমরা ছাড়িয়ে দিই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3
এ বিষয়ে পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট শিং জানান, নারেল কুল চাষিরা তাঁদের ফসল বাঁচানোর জন্য জল বিছিয়ে রেখেছেন যাতে পাখিরা তা খেতে না পারে। কিন্তু সেই জালে আটকে প্রাণ হারাচ্ছে অসংখ্য পাখি। তাই প্রশাসনের কাছে আমার আবেদন, অবিলম্বে এই জাল খুলে দিয়ে পাখিগুলিকে রক্ষা করার ব্যবস্থা করা হোক।
রাহী হালদার