Bengali News: মাছ চাষে ডিজিটাল প্ল্যাটফর্ম! চমক সেই নন্দীগ্রামে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
বর্তমান সময় ডিজিটাল প্ল্যাটফর্মে ভর করে এগিয়ে চলছে। সবকিছুতেই এখন ডিজিটালের ছোঁয়া। তাহলে তা আর মাছ চাষ বা মাছ চাষ সম্প্রসারণের ক্ষেত্রে বাকি থাকে কেন?
পূর্ব মেদিনীপুর: জেলায় মাছ চাষের সম্প্রসারণে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল। মাছ চাষে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা অবস্থানগতভাবে মাছ চাষের জন্য উপযুক্ত। বহু মানুষ এই পেশায় যুক্ত। জেলার ২৫ টি ব্লকেই মাছ চাষ হয়। অবস্থানগত কারণে নন্দীগ্রাম মাছ চাষের একটি উর্বর ক্ষেত্র। একদিকে নোনা জল অন্যদিকে মিষ্টি জল, দুইয়ের কারণে নন্দীগ্রামে বিভিন্ন ধরনের মাছের চাষ হয়। মাছ চাষ সম্প্রসারণে সদা সচেষ্ট আধিকারিকেরা। এবার সেই মাছ চাষ সম্প্রসারণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা শুরু হয়েছে।
বর্তমান সময় ডিজিটাল প্ল্যাটফর্মে ভর করে এগিয়ে চলছে। সবকিছুতেই এখন ডিজিটালের ছোঁয়া। তাহলে তা আর মাছ চাষ বা মাছ চাষ সম্প্রসারণের ক্ষেত্রে বাকি থাকে কেন? প্রতিনিয়ত মৎস্যজীবিদের পাশে থাকতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্যবিভাগ। মৎস্য চাষি, মৎস্য বিক্রেতা, মৎস্যজীবী সহ মৎস্য উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রুপ বানানো হয়েছে। একই সঙ্গে অনলাইনে সরাসরি ভার্চুয়াল আলোচনা সভা, প্রশিক্ষন শিবির করা হচ্ছে। এতে প্রযুক্তি সম্প্রসারনের সঙ্গে সঙ্গে মৎস্য পেশাগত দিক খুঁজে পাচ্ছে তরুন ও যুবক সম্প্রদায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই ডিজিটাল গ্রুপের কী প্রয়োজনীয়তা সেই প্রশ্নের উত্তরে নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণ বিভাগ থেকে বলা হয়েছে, ব্লকের সমস্ত মৎস্যজীবি, মৎস্যচাষি, নব মৎস্য-উদ্যোক্তাকে এই গ্রুপে যুক্ত করে মৎস্য দফতরের বিভিন্ন নির্দেশিকা ও মৎস্য-চিংড়ি-কাঁকড়া চাষ, আহরন, বিপনণ, প্রক্রিয়াকরণ, প্রকল্প সহ আধুনিক তথ্য দেওয়া এবং এই যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ, দ্রুত ও কার্যকরভাবে সকলের কাছে পৌঁছনো ও সর্বোপরি প্রশিক্ষণ ও আলোচনাসভা বিষয়ক তথ্য আদান-প্রদানের সম্ভব হচ্ছে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 8:51 PM IST