আরও পড়ুন: মেয়ের দুধ কেনার টাকায় মদ্যপান বাবার! জানতে পেরে পুলিশ এই শাস্তি দিল…
বহরমপুর থেকে সুদূর ইতালিতে যাচ্ছে ছোট্ট হেনা। নতুন বাবা-মায়ের সঙ্গে নতুন করে শুরু করবে জীবন। বহরমপুর থেকে কলকাতা হয়ে ইতালি যাবে হেনা। জানা গিয়েছে, ২০২২ সালে স্পেশালাইসড অ্যাডপশন এজেন্সির হোমে নিয়ে আসা হয় ছোট্ট হেনাকে। স্পেশালাইসড অ্যাডপশন এজেন্সির তৎপরতায় ইটালির ইরোনি দম্পতি দত্তক নিয়েছে তাকে। ছোট হেনাকে তার নতুন বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে পেয়ে খুশি ইতালির ইরোনি দম্পতি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যাবতীয় আইনি প্রক্রিয়া মিটিয়ে হেনার দায়িত্ব তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। বাবা-মাকে কাছে পেয়ে খুবই খুশি হেনা। সন্তানকে পেয়ে খুশি ইরোনি দম্পতিও। তাঁরা জানিয়েছেন, গত ১৫ বছর ধরে ভারতে আসছেন। এই দেশের মুম্বই থেকে গোয়া, দিল্লি, কলকাতা সর্বত্রই তাঁরা ভ্রমণ করেছেন। ভারতীয় সংস্কৃতির ওপর আকৃষ্ট হয়ে এখানকার কন্যা সন্তান দত্তক নিতে আগ্রহী হন। আর তারপরই আবেদন করতে মেলে স্বীকৃতি। স্পেশালাইসড অ্যাডপশন এজেন্সির মহম্মদ সাহিদুজ্জামান জানান, অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যাডপশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
কৌশিক অধিকারী