Local News: মেয়ের দুধ কেনার টাকায় মদ্যপান বাবার! জানতে পেরে পুলিশ এই শাস্তি দিল...
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
মেয়ের খাবার না কিনে সেই টাকা দিয়ে মদ্যপান করে কান্দির জীবন্তি এলাকায় ঘুরছিলেন বাপন ঠাকুর
মুর্শিদাবাদ: বাড়ি থেকে ২০০ টাকা নিয়ে বেরিয়েছিলেন। ওই টাকা দিয়ে মেয়ের জন্য দুধ, হরলিক্স ও ফল কেনার কথা ছিল। কিন্তু মদ্যপ বাবার তখন যে নেশার টান পেয়েছে। তাই মেয়ের দুধ-হরলিক্স না কিনে সেই টাকায় খেয়ে নেন মদ। এমনই অবিবেচকের মত কাজ করে বসেন পেশায় গাড়ির চালক বাপন ঠাকুর। তারপর যা হল সে এক কাণ্ড বটে। দেখুন কী ঘটল!
মেয়ের খাবার না কিনে সেই টাকা দিয়ে মদ্যপান করে কান্দির জীবন্তি এলাকায় ঘুরছিলেন বাপন ঠাকুর। কান্দি থানার আইসি মৃণাল সিনহা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বিষয়টি লক্ষ্য করেন। কারণ তাঁর গাড়ির সামনে এসে দুর্ঘটনার সম্মুখীন হন বাপন। এরপর তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কান্দি থানায়। সেখানে দিনভর বসিয়ে রাখা হয়। ওই মদ্যপ বাবার থেকে মেয়ের খাবার না কিনতে পারার কথা জানতে পেরে কান্দি থানার আইসি মৃণাল সিনহা তাঁর হাতে সন্তানের জন্য হরলিক্স ও ফল তুলে দেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কান্দির লাহাড়পাড়া এলাকার বাসিন্দা বাপন ঠাকুর। পরিবারে স্ত্রী ও মেয়ে আছে। সে অষ্টম শ্রেণির ছাত্রী। এদিকে বাপন ঠাকুর নিত্যদিন মদ্যপান করে বাড়ি ফিরে অশান্তি করেন বলে অভিযোগ। তাঁর নেশার কারণে মেয়ে পর্যন্ত ঠিক করে খেতে পায় না। তা জানতে পেরে কান্দি থানার পুলিশ কর্তাদের মন খারাপ হয়ে যায়। এরপরই বাপন ঠাকুরের হাতে তাঁরা মেয়ের জন্য খাবার তুলে দেন। পাশাপাশি পুলিশ তাঁকে দিয়ে অঙ্গীকার করিয়ে নেয় যে আর কোনওদিন মদ্যপান করবেন না।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2024 4:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: মেয়ের দুধ কেনার টাকায় মদ্যপান বাবার! জানতে পেরে পুলিশ এই শাস্তি দিল...