Bengali News: ওজনে কম দিলে বেরোবে না বিল, রেশন দোকানে নয়া যন্ত্র! কীভাবে কাজ করবে দেখুন

Last Updated:

অত্যাধুনিক এক স্বয়ংক্রিয় ওজন যন্ত্র প্রতিটি ডিলারের দোকানে বসানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই যন্ত্রটি রেশনের খাদ্যশস্য ওজনের মেশিনের সঙ্গে যুক্ত করা থাকবে

+
রেশন

রেশন দোকানে নয়া প্রযুক্তি

নদিয়া: রেশন দেওয়ার ক্ষেত্রে এবার বিলিং সিস্টেম যুক্ত হল দাঁড়ি পাল্লার সঙ্গে। রেশন কার্ডের বিভিন্ন শ্রেণি বিভাগ এবং আলাদা আলাদা প্রাপ্য বুঝে নিতে গিয়ে কিংবা বোঝানোর ক্ষেত্রে গ্রাহক এবং ডিলারের মধ্যে প্রায়শই লেগে যায় ঝামেলা। এবার সেই অশান্তি থেকে মিলবে মুক্তি। কীভাবে হবে তা এই প্রতিবেদন থেকে জেনে নিন।
অত্যাধুনিক এক স্বয়ংক্রিয় ওজন যন্ত্র প্রতিটি ডিলারের দোকানে বসানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই যন্ত্রটি রেশনের খাদ্যশস্য ওজনের মেশিনের সঙ্গে যুক্ত করা থাকবে। গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্ট দিলে তবেই চালু হবে ওই ওজন যন্ত্র। অন্যদিকে সামান্য কম কিংবা বেশি থাকলেও এই যন্ত্রের কল্যাণে মেশিন থেকে বের হবে না বিল। এতে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে বলে বিশেষজ্ঞদের ধারণা। পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে কোন গ্রাহককে ঠিক কতটা পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয়েছে সেই হিসেব‌ও খাদ্য সরবরাহ দফতরের সার্ভারে রিয়েল টাইমে যুক্ত হয়ে যাবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে এই যন্ত্রের কারণে রেশন দিতে আর‌ও বেশি সময় লাগতে পারে বলে আশঙ্কা ডিলারদের একাংশের। পাশাপাশি এই ব্যবস্থার ফলে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যেও নিজের প্রাপ্য রেশন তুলতে পারবেন বলে জানা গিয়েছে।। এদিকে গ্রাহকদের আঙুলের ছাপ না মিললে সেক্ষেত্রে রেশন পাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা ছড়িয়েছে বিভিন্ন মহলে। যদিও এই বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ওজনে কম দিলে বেরোবে না বিল, রেশন দোকানে নয়া যন্ত্র! কীভাবে কাজ করবে দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement