Bengali News: কবিগানের আসরে মাতল আজকের প্রজন্ম

Last Updated:

কবিগান পরিবেশনকারীদের বলা হয় কবিয়াল। কবিগানে মূলত একাধিক দলের মধ্যে প্রতিযোগিতা চলে, যাকে বলে 'বাদাবাদি'

+
কবিগানের

কবিগানের কর্মশালা 

মুর্শিদাবাদ: জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে তিনদিন ব্যাপী কবিগানের কর্মশালার আয়োজন করা হল বহরমপুর রবীন্দ্র সদনে। বাংলার বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় দু’শোজন কবিয়ালকে নিয়ে এই কবিগানের কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। বর্তমানে নতুন প্রজন্মকে নিয়ে গান বেঁধেছেন তাঁরা। কবিগান বাংলা লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা। এই ধারায় লোককবিরা প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করে থাকেন। গায়ককে কবি হতে হয়। তিনি মুখে মুখে পদ রচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সুরারোপ করে গেয়ে থাকেন।
কবিগান পরিবেশনকারীদের বলা হয় কবিয়াল। কবিগানে মূলত একাধিক দলের মধ্যে প্রতিযোগিতা চলে, যাকে বলে ‘বাদাবাদি’। যেখানে একদল প্রশ্ন গান “চাপান” গাইবে এবং সেই গান শেষ হলে অপর দলটি তার জবাব গান “উতোর” গাইবে। শেষ পর্যন্ত গানের প্রশ্নোত্তরের টক্করে যে দল সবচেয়ে ভাল বিবেচিত হবে তারাই বিজয়ী হবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাংলা লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা এই কবিগান। অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগে ঝুমুর, কীর্তন এবং আঞ্চলিক গানের সুরের সংমিশ্রণে এই গান সৃষ্টি হয়েছিল। সুরের বিচারে কবিগান- ঝুমুর, ভাওয়াইয়া বা ভাটিয়ালির মত কোনও সুনির্দিষ্ট সুরাঙ্গের প্রতিনিধিত্ব করে না। আবার বাণীর উচ্চারণ এবং বিষয়াঙ্গের বিচারেও কবি গানের কোনও আদর্শিক বৈশিষ্ট্য নেই। এই বিচারে কবিগান হল- নানা সুরের নানা বিষয়ের সংমিশ্রণে গড়ে উঠা শঙ্কর শ্রেণির গান। এই গানের সৃষ্টি হয়েছিল বাংলার স্বভাবজাত কবিদের প্রতিযোগিতামূলক পরিবেশনের সূত্রে। মূলত দু’জন কবি প্রতিযোগিতামূলক গানের আসরে, গানের লড়াইয়ের অবতীর্ণ হতেন। এদের প্রত্যেকের সঙ্গে থাকত কবিদের নিজস্ব সহযোগী কণ্ঠ ও যন্ত্রশিল্পীরা। এই গানের লড়াই চলত উন্মুক্ত আসরে অজস্র শ্রোতার সামনে। অনেক সময় প্রধান কবির সঙ্গে থাকতেন সহযোগী আরও কিছু কবি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত কবিয়ালদের নিয়ে এই কবিগানের কর্মশালার আয়োজন হল বহরমপুরে
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: কবিগানের আসরে মাতল আজকের প্রজন্ম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement