আরও পড়ুন: ৪৬ বছর ধরে চলছে লড়াই, মৃত্যুর আগে স্কুল দেখে যেতে চান ৮৩ বছরের শিক্ষক!
ঐতিহ্যবাহী মন্দির হওয়ায় জটার দেউল-এর আশেপাশে কোথাও মাটি খোঁড়ার অনুমতি দিচ্ছে না ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ। ফলে সেখানে উন্নয়নমূলক কিছু করা যাচ্ছে না বলে জানিয়েছেন রায়দিঘির বিধায়ক অলক জলদাতা। এর ফলে পর্যটনকেন্দ্রকে লক্ষ্য করে রেস্তোরাঁ, নলকূপ বসনো থেকে শুরু করে সব কিছুর প্রস্তুতিই মার খাচ্ছে। বিধায়ক জানিয়েছেন, অনুমতি পেলেই নতুন করে কাজ শুরু হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রায়দিঘির মণি নদী পেরিয়ে আরও ৬ কিলোমিটার দূরে পূর্ব জটা গ্রামে অবস্থিত জটার মন্দির বা দেউল। সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করার সময় ১৮৬৮ সালে প্রথম জঙ্গলের মধ্যে সন্ধান মেলে এই জটার দেউল-এর। ২০১১ সালে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের তরফে মন্দির চত্বরে শুরু হয় খননকাজ। এরপর মাটির নিচ থেকে আবিষ্কার হয় কিছু ইটের কাঠামো। খুঁজে পাওয়া যায় পর্তুগিজ মুদ্রা, হাতির দাঁত সহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী। সেই থেকে অনেক ইতিহাসবিদ মনে করেন, পর্তুগিজ জলদস্যুরা এটি টাওয়ার হিসাবে ব্যবহার করত। তবে এটি বর্তমানে শিব মন্দির হিসাবেই ব্যবহৃত হয়। নতুন করে এই মন্দির সংলগ্ন এলাকার উন্নয়ন হোক এখন এটাই চান স্থানীয়রা। কারণ এখানে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র গড়ে উঠলে স্থানীয় অনেকের জীবিকার সমস্যার সমাধান হবে।
নবাব মল্লিক