TRENDING:

Bengali News: বাবা বলে গিয়েছিলেন হাত না পাততে, তা মেনেই 'প্রতিবন্ধী' বাবলু'র অবাক কাণ্ড

Last Updated:

চার-পাঁচ বছর বয়সে হটাৎ জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই শরীরের নিচের অংশ কাজ করে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: শুশুনিয়ার শিল্পী তারকনাথ রায় ওরফে বাবলু এক বিশেষ কারণে বাকি সকলের থেকে আলাদা। বিশেষভাবে সক্ষম এই মানুষটার মনের জোর আপনার জীবনে অনুপ্রেরণা হতে পারে। শত প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে জীবনে হার মেনে নেওয়াটাই হয়ত স্বাভাবিক ছিল বাবলুর কাছে, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা। দিনের পর দিন বাবলু পাথর কেটে শিল্প চর্চা করেন। শুশুনিয়া পাহাড়ের কোলে রয়েছে তাঁর ছোট্ট দোকান। সারাদিন এই দোকানের কাজেই ব্যাস্ত থাকেন তিনি। তাঁর শিল্পকর্ম এবং কারুকার্য দেখে অবাক হতেই হয়। ৮০ শতাংশ প্রতিবন্ধী এই শিল্পী। দুই হাত ব্যবহার করেই পাথরের যেকোনও মূর্তি, মডেল বানিয়ে দিতে পারেন তিনি।
advertisement

আরও পড়ুন: রেলের সিগন্যাল ফল্ট, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের

তারকনাথ রায় ওরফে বাবলু জানান, তাঁর বাবা বলেছিলেন কারোর কাছে হাত না পাততে। বাবার সেই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। উচ্চমাধ্যমিকের পর টিউশনি পড়িয়ে আসছিল না সফলতা, সেই কারণেই ফিরে আসেন পাথর শিল্পে।শিল্পী তরকনাথ রায় জানান, চার-পাঁচ বছর বয়সে হটাৎ জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই শরীরের নিচের অংশ কাজ করে না। বর্তমানে নিজের তিন চাকার ব্যাটারি চালিত সাইকেলেই যাতায়াত করেন বাবলু। উচ্চমাধ্যমিক পাশ করার পর চাকরি না পেয়ে বাবার শেখানো পাথর শিল্পকেই জীবনধারণের পাথেয় হিসেবে বেছে নেন বাবলু। তবে বর্তমানে পাহাড়ের পাথর ব্যবহার করতে না দেওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। বাইরে থেকে পাথর কিনে আনার শারীরিক অথবা আর্থিক ক্ষমতা না থাকায় আবারও এক কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন এই শিল্পী।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শুশুনিয়া পাহাড়ে বেড়াতে গেলে পাহাড়ে ওঠার রাস্তার পাশেই দেখতে পাবেন বাবলুর দোকান। পাহাড়ের পাথর কাটা আইনিভাবে নিষিদ্ধ করেছে সরকার। ফলে বর্তমানে প্রবল সঙ্কটের পড়লেও হাল ছাড়তে রাজি নন এই বিশেষভাবে সক্ষম শিল্পী। তাঁর আত্মবিশ্বাস‌ই নিশ্চয়ই আগামী দিনে বাবলুকে আবার সামনের পথ দেখাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বাবা বলে গিয়েছিলেন হাত না পাততে, তা মেনেই 'প্রতিবন্ধী' বাবলু'র অবাক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল