আরও পড়ুন: শুকনো ভাতের সঙ্গে স্রেফ ডিম সেদ্ধ- মিড ডে মিলের মেনু! ডাল বা তরকারির নাম গন্ধ নেই
পথপুকুর খুনের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে রাতেরবেলায় এলাকারই এক পথ কুকুরকে লাইট পোস্টের সঙ্গে বেঁধে ওই পেরেক লাগানো বাঁশ দিয়ে পিঠিয়ে মারে স্থানীয় চার যুবক। ঘটনার পর পশুপ্রেমীরা সারমেটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও সে দু’দিন পর মারা যায়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নৃশংসভাবে পথ কুকুর খুনের অভিযোগে পুলিশের দ্বারস্থ হন পশুপ্রেমীরা। শুধু তাই নয়, অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবিতে রীতিমতো বিক্ষোভ দেখিয়ে মিছিল করেন তাঁরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার ছড়ায় ওই এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত চার যুবক পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিমতা থানার পুলিশ। নৃশংসভাবে এই সারমেয় খুনের ঘটনা সামনে আসতেই নেট পাড়াতেও ক্ষোভ উপড়ে দিচ্ছেন অনেকে।
রুদ্রনারায়ণ রায়