Bengali News: শুকনো ভাতের সঙ্গে স্রেফ ডিম সেদ্ধ- মিড ডে মিলের মেনু! ডাল বা তরকারির নাম গন্ধ নেই

Last Updated:

হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসিহাটা পঞ্চায়েতের শিয়ালডাঙি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে শিশুদের এমন নিন্মমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ

বিক্ষোভ
বিক্ষোভ
মালদহ: শুকনো ভাত, সঙ্গে ডিম সেদ্ধ। ডাল বা তরকারির নামগন্ধ নেই। এটাই শিশুদের মিড ডে মিলের মেনু। তাও যে ডিম দেওয়া হচ্ছে তার মধ্যে অনেকগুলো নাকি পচা, এমনও অভিযোগ উঠেছে। হরিশ্চন্দ্রপুরের ঘটনাঋ এর প্রতিবাদে অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে এদিন তুমুল বিক্ষোভ দেখান।
হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসিহাটা পঞ্চায়েতের শিয়ালডাঙি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে শিশুদের এমন নিন্মমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শেষে ধৈর্যের বাঁধ ভাঙতে শুকনো ভাত এবং পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। সরকারি নিয়ম মেনে তালিকা অনুযায়ী এখানে মিড ডে মিল দেওয়া হয় না বলে অভিযোগ।
advertisement
advertisement
অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে নাকি রান্নাই হয় না। অভিযুক্ত আকলেমা খাতুন নিজের বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসেন। খোলা আকাশের নিচেই চলছে সেন্টার। বারবার অভিভাবকরা অভিযোগ করলেও তিনি কর্ণপাত করেননি। গীতা সিং নামে এক অভিভাবক বলেন, শুকনো ভাত দিচ্ছে। প্রতিদিন ডিম দেয় না। আমরা বহুবার বলেছি। কোন‌ও কর্ণপাত করে না। উল্টে দুর্ব্যবহার করেন বলে অভিভাবকদের অভিযোগ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে অভিভাবকদের অভিযোগ প্রসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী অকলেমা খাতুন বলেন, এদিন রাঁধুনি অসুস্থ থাকায় শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়েছে। অন্যান্য দিন নির্দিষ্ট সরকারি নিয়ম মেনেই ভাল খাবার দেওয়া হয় বলে জানান তিনি। এদিকে গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের সিডিপিও আব্দুল সাত্তার বলেন, সুপারভাইজারকে পরিদর্শন করতে পাঠিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: শুকনো ভাতের সঙ্গে স্রেফ ডিম সেদ্ধ- মিড ডে মিলের মেনু! ডাল বা তরকারির নাম গন্ধ নেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement